২০২৪ ইউরোভিশনের আয়োজক সুইডেন

টিবিএন ডেস্ক

জুলাই ৮ ২০২৩, ২৩:৪৮

আগামী ইউরোভিশন সং কন্টেস্ট মালমো অ্যারিনায় অনুষ্ঠিত হবে। ফাইল ছবি

আগামী ইউরোভিশন সং কন্টেস্ট মালমো অ্যারিনায় অনুষ্ঠিত হবে। ফাইল ছবি

  • 0

ইউরোভিশন সং কন্টেস্ট- ২০২৪ এর আয়োজন করবে সুইডেন। এজন্য দেশটির দক্ষিণ শহর মালমোকে নির্বাচন করা হয়েছে।

সুইডিশ আয়োজকরা শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

৬৮তম আসরটি শহরের ইনডোর স্টেডিয়াম মালমো অ্যারিনায় অনুষ্ঠিত হবে। সেমি-ফাইনালের তারিখ নির্ধারণ হয়েছে আগামী বছরের মে মাসের ৭ ও ৯ তারিখ। ফাইনাল হবে ১১ মে।

মালমোকে নির্বাচন করা হয়েছে এর ভেন্যু, দর্শনার্থীদের থাকার ব্যবস্থা, অবকাঠামো এবং অন্যান্য বিষয়গুলোর কথা ভেবে। সুইডেনের পাবলিক ব্রডকাস্টার এসভিটি-র নির্বাহী প্রযোজক এবা অ্যাডিয়েলসন বলেন, ‘অবশেষে মালমোকে বেছে নেয়া হয়েছে, কারণ এটি আমাদের সমস্ত মানদণ্ড পূরণ করেছে।’

গত মে মাসে ইংল্যান্ডের লিভারপুলে ইউরোভিশন সং কন্টেস্ট-২০২৩ প্রতিযোগিতায় বিজয়ী হয় সুইডেন। সুইডিশ গায়িকা লরিনের পাওয়ার ব্যালাড ‘ট্যাটু’ দিয়ে তিনি ইউরোভিশন জয়ী হন।

২০১২ সালের ইউরোভিশনও জিতেছিলেন লরিন।

আয়োজক দেশ সাধারণত আগের বছরের ইভেন্টের বিজয়ী হয়ে থাকে। তবে ২০২২ রানার্স-আপ বৃটেইন এ বছরের বিজয়ী ইউক্রেইনের পক্ষে হোস্ট করে।

এর আগে ১৯৯২ এবং ২০১২ সালের ইউরোভিশনও মালমোতে আয়োজন করা হয়েছিল।


0 মন্তব্য

মন্তব্য করুন