মিলওয়াকিতে জুনটিনথ উদযাপন শেষে ৬ কিশোর-কিশোরী গুলিবিদ্ধ

টিবিএন ডেস্ক

জুন ২০ ২০২৩, ১৭:২৩

মিলওয়াকিতে বর্ণাঢ্য আয়োজনে জুনটিনথ পালন। ছবি: সংগৃহীত

মিলওয়াকিতে বর্ণাঢ্য আয়োজনে জুনটিনথ পালন। ছবি: সংগৃহীত

  • 0

মিলওয়াকিতে সোমবার জুনটিনথ উদযাপন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সন্দেহভাজনের গুলিতে অন্তত ছয় কিশোর-কিশোরী আহত হয়েছে।

পুলিশ ও ফায়ার অফিসিয়ালরা জানিয়েছেন, সোমবার বিকেল সোয়া ৪টার দিকে ফিলাডেলফিয়া চার্চ অফ গডের বাইরে এই হামলা চালানো হয়। আহতদের মধ্যে চারজন মেয়ে ও দুইজন ছেলে। গুলিবিদ্ধ সবার বয়স ১৪ থেকে ১৯ বছর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, হামলার সময় ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী ফেসবুক লাইভে গুলির ঘটনা জানান।

মিলওয়াকির পুলিশ চিফ জেফরি নরম্যান বলেছেন, গুলিবিদ্ধ ছয় জনের মধ্যে সন্দেহভাজন হামলাকারী হিসেবে ১৭ বছর বয়সী এক কিশোরকে হেফাজতে নেয়া হয়েছে। তার সঙ্গে জড়িত বাকি সন্দেহভাজন অস্ত্রধারীকে শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।

নরম্যান জানান, জুনটিনথ উদযাপন শেষে কয়েকজন কিশোরী তাদের চেয়ে বেশি বয়সী নারীদের সঙ্গে তর্কে জড়ায়। সে থেকেই শ্যুটিংয়ের শুরু হয় বলে সন্দেহ করা হচ্ছে। তবে এখনও হামলার কারণ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে পারেনি কতৃর্পক্ষ।

নরম্যান এক সংবাদ সম্মেলনে শহরের কিশোর-কিশোরীদের এমন আচরণে হতাশা প্রকাশ করে বলেন, ‘মিলওয়াকি, আমাদের বাচ্চাদের সঙ্গে কী হচ্ছে?’

গত আট বছর ধরে মিলওয়াকিতে শান্তিপূর্ণভাবে জুনটিনথ পালিত হচ্ছিল। এ বছর কিশোর-কিশোরীদের হামলায় রক্তপাতের ঘটনায় হতাশ হয়েছেন শহরটির কর্মকর্তা ও অভিভাবকেরা।


0 মন্তব্য

মন্তব্য করুন