টোয়েন্টি এইটথ অ্যাভিনিউয়ের ফোরটি সিক্সথ স্ট্রিটে সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আগুন নেভাতে শতাধিক ফায়ার ফাইটার অংশ নেন।
নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) তথ্য বলছে, একটি ই-বাইকের ব্যাটারি চার্য দেয়ার সময় আগুন ধরে যায়। আগুনের শিখা ভবনের উপরের তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
ভবনের উপরের তলায় পাঁচ সন্তানকে নিয়ে থাকতেন এক ব্যক্তি। জীবন বাঁচাতে তিন সন্তানসহ তিনি জানালা দিয়ে লাফ দেন। তবে আগুনে তার সাত বছর বয়সী ছেলে ও ১৯ বছর বয়সী মেয়ের মৃত্যু হয়।
আগুনে আরেক জন আহত হলেও তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে।
এ বছর অ্যামেরিকায় লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে ছড়ানো ৫৯টি আগুনের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন পাঁচ জন।
এফডিএনওয়াই –এর ফায়ার কমিশনার লরা ক্যাভানাঘ বলেন, ‘সোমবার বিকেলে ভয়াবহ আগুন এবং দুজনের মৃত্যু লিথিয়াম-আয়ন ব্যাটারির ঝুঁকি সম্পর্কে আমাদের আবারও শিক্ষা দিয়েছে। ই-বাইক এবং একই ধরনের মাইক্রো-মোবিলিটি ডিভাইস ব্যবহারকারীদের সমস্ত নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার অনুরোধ করছি।’
এফডিএনওয়াই কর্মকর্তারা মনে করছেন, ই-বাইকটির চার্যার নতুন করে কেনা হয়েছিল। সংস্থার চিফ ফায়ার মার্শাল ড্যান ফ্লিন বলেন, ‘আমরা চাই সবাই তাদের কেনা ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চার্যার কিনুক। সস্তা বা বিকল্প কিছু না কেনার আহ্বান জানাচ্ছি।’