নিউ ইয়র্ক সিটিতে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে রয়েছেন বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাটিক পার্টির মেয়র পদপ্রার্থী জোরান মামদানি।
ভোটদান শেষে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
কুইন্স বোরোর অ্যাস্টোরিয়ার কেন্দ্রে মঙ্গলবার ভোট দেন মামদানি।
সে অনুভূতি জানিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘অ্যাস্টোরিয়ায় এ সুন্দর সকালে আমাদের শহর ও আমাদের ভবিষ্যতের জন্য আমি ভোট দিয়েছি। আমি আশা করি আপনারাও তাই করবেন।’
ভোটের পর উপস্থিত সবাইকে শুভ সকাল জানিয়ে মামদানি বলেন, ‘আজ ভোটের দিন। আমরা এক বছরের বেশি সময় ধরে দিনটির স্বপ্ন দেখছি।’
ওই সময় স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এক লাখের বেশি স্বেচ্ছাসেবীকে যারা আমাদের এ বিন্দুতে নিয়ে এসেছেন, যেখানে আমাদের সিটিতে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে রয়েছি আমরা।
‘অতীতের রাজনীতিকে বিদায় জানানোর দ্বারপ্রান্তে (আমরা), যে রাজনীতি আপনাদের তাই বলে, যা সে করতে পারে না…।’
রাজনীতিতে নতুন দিন আনার আহ্বান জানিয়ে ৩৪ বছর বয়সী এ প্রার্থী বলেন, ‘আমাদের রাজনীতিতে নতুন দিন আনার সময় এখনই এবং একটি আন্দোলনের অংশ হতে পারা সম্মান ও সুবিধার, যেটি এ দিনকে এগিয়ে আনতে প্রতিটি দিন লড়াই করেছে।’
ভোটের শেষ সময় নাগাদ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মামদানি বলেন, ‘আজ রাত ৯টা নাগাদ আমরা বলতে পারব যে, আমাদের সময় এসেছে। ধন্যবাদ।’