রোগ নির্ণয়ের নির্ভুলতার ক্ষেত্রে অনেক মানব চিকিৎসকদের ছাড়িয়ে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। স্বাস্থ্যসেবা ক্ষেত্রে এআই এর ডায়াগনস্টিক ক্ষমতা নিয়ে এমন মন্তব্য করেছেন ওপেন এআইয়ের সিইও স্যাম অল্টম্যান।
ওয়াশিংটন ডিসির ফেডারেল রিজার্ভে ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক ফর লার্জ ব্যাংকস সম্মেলনে দেয়া এক বক্তৃতায় অল্টম্যান চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে এআই এর ক্রমবর্ধমান সাফল্য ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন।
দ্য গার্ডিয়ানের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওপেনএআই সিইওর মতে, চ্যাটজিপিটি বেশিরভাগ সময় একজন চিকিৎসকের তুলনায় সঠিক রোগ নির্ণয় করে থাকে।
অল্টম্যানের দাবি কৃত্রিম বুদ্ধিমত্তা ইতোমধ্যেই রোগ নির্ণয়ের নির্ভুলতার ক্ষেত্রে অনেক মানব চিকিৎসককে ছাড়িয়ে গেলেও শুধুমাত্র বিশ্বাসের ঘাটতির কারণে মানুষ এখনও চিকিৎসকের কাছে যায়।
স্বাস্থ্যসেবা খাতে এআই সত্যিই কিছু দারুণ ফলাফল দিচ্ছে জানিয়ে স্যাম অল্টম্যান বলেন, ‘চ্যাটজিপিটি বেশিরভাগ সময়, আপনাকে আরও ভালো কিছু দিতে পারে। এটি বিশ্বের বেশিরভাগ চিকিৎসকের চেয়ে একজন ভালো রোগ নির্ণয়কারীর মতো কাজ করছে।’
অল্টম্যানে বলেছেন, মানুষের দক্ষতা বৃদ্ধির জন্যই এআই ব্যবহৃত হয়, দক্ষতা নির্মূল করার জন্য নয়। তিনি উদাহরণ টেনে বলেন, ‘এআই চিকিৎসকদের বিরল রোগ শনাক্ত করতে এবং ডায়াগনস্টিক ত্রুটি কমাতে সাহায্য করেছে।’
কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে ভয়েস প্রমাণীকরণের ক্রমাগত ব্যবহারকে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছেন অল্টম্যান। আসন্ন প্রতারণা সংকট নিয়েও ভবিষ্যদ্বাণী করেন তিনি।
অল্টম্যানের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার মানুষের কণ্ঠস্বর অনুকরণ করার ক্ষমতা এবং অনুকরণ প্রায় নিখুঁত নির্ভুলতার কারণে প্রতারণার ঝুঁকি বৃদ্ধি পাবে।
অল্টম্যান জোর দিয়ে বলেন, ‘সমাজকে এই সমস্যাটি মোকাবেলা করার জন্য মানুষকে তাদের যোগাযোগের পদ্ধতি পরিবর্তন করতে হবে। তাদের যাচাই করার পদ্ধতি পরিবর্তন করতে হবে।’