পেনসিলভেনিয়ায় আরভির সঙ্গে ট্রেইলারের সংঘর্ষে নিহত পাঁচ

টিবিএন ডেস্ক

আগস্ট ১০ ২০২৩, ১৭:৪৮

পেনসিলভেনিয়া স্টেইটের মহাসড়কে ঘটে দুর্ঘটনা। ছবি: সংগৃহীত

পেনসিলভেনিয়া স্টেইটের মহাসড়কে ঘটে দুর্ঘটনা। ছবি: সংগৃহীত

  • 0

পেনসিলভেনিয়া স্টেইটের একটি মহাসড়কে আরভির সঙ্গে ট্র্যাক্টর-ট্রেইলারের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি পেনসিলভেনিয়ার চেম্বারসবার্গের কাছে ইন্টারস্টেইট-এইটি ওয়ানে বুধবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে ঘটেছে বলে জানিয়েছে স্টেইট পুলিশ।

এবিসি নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, আরভিটি হাইওয়েতে চলার সময় এর চাকা বিস্ফোরিত হয়। তারপর এটি বিপরীত লেনে থাকা ট্র্যাক্টর-ট্রেইলারকে যেয়ে আঘাত করে।

এতে আরভির চার যাত্রী ও ট্রেইলার চালক নিহত হন। আরভিটির সঙ্গেও একটি ট্রেইলার সংযুক্ত ছিল।

ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। নিহতরা হলেন পেনসিলভেনিয়ার মিডলটাউনের ডোনাল্ড মোল্যান্ডার, কিম্বার্লি মোল্যান্ডার, মিরান্ডা মোল্যান্ডার ও ডেন মোল্যান্ডার। ট্রাকচালকের নাম জেমস শেড। যিনি পশ্চিম ভার্জিনিয়ার মার্টিনসবার্গের বাসিন্দা।

দুর্ঘটনার তদন্ত করার জন্য রাস্তাটি বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রায় ১০ ঘন্টা বন্ধ রাখে কর্তৃপক্ষ।


0 মন্তব্য

মন্তব্য করুন