তীব্র গরমের মধ্যেই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্ক সিটি ডেমোক্র্যাটি প্রাইমারি নির্বাচন।
সিটির পাঁচটি বরোজুড়ে ভোটাররা মঙ্গলবার সকাল ছয়টা থেকে ভোটাধিকার প্রয়োগ শুরু করেন। ভোট শেষ হওয়ার সময় ছিল রাত ৯টা।
ডেমোক্র্যাটরা জানান, সিটির অপরাধ নিয়ন্ত্রণ, অভিবাসীদের সুবিধা দেখা এবং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হবেন, এমন বিষয়গুলো বিবেচনায় নিয়ে তারা ভোট দেন।
রেজিস্ট্রার্ড ৩৩ লাখ ৪৩ হাজার ৬৪৮ জন ডেমোক্র্যাট এ নির্বাচনের মাধ্যমে মেয়র, পাবলিক অ্যাডভোকেট, সিটি কম্পট্রোলার এবং ৫১ জন কাউন্সিলম্যান হিসেবে নিজেদের প্রার্থী নির্বাচনের সুযোগ পান।
ব্যালটে ৯ জন মেয়র প্রার্থীর নাম থাকলেও মূল লড়াইটা হয় সাবেক গভর্নর ৬৭ বছর বয়সী অ্যান্ড্রু কুওমো ও ৩৩ বছর বয়সী মুসলিম অ্যাসেম্বলিম্যান জোরান মামদানির মধ্যে। তৃতীয় স্থানে থাকা কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডারকেও ভোট দেন অনেকে।
সকালে ইস্ট সাইডে মেয়েকে সঙ্গে নিয়ে ভোট দেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো। জোরান মামদানি ও ব্র্যাড ল্যান্ডার আগাম ভোট দিয়ে একসঙ্গে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
মামদানি ও ল্যান্ডার আগেই পরস্পরকে নির্বাচনে ক্রস-এনডোর্সম্যান্ট ঘোষণা করেন।
ভোটাররা বলছেন, কেউ কেউ নাগরিক দায়িত্বের তাগিদে ভোট দিলেও অনেকে স্বপ্ন দেখছেন বাসযোগ্য নিউ ইয়র্ক সিটি গড়ার। আগের মেয়রের ব্যাপারে ক্ষোভ জানানোর পাশাপাশি নিজেদের প্রত্যাশার কথাও তুলে ধরেন তারা।
গত ১৪ জুন থেকে ২২ জুন পর্যন্ত চলা আগাম ভোটে নিজেদের রায় দিয়েছেন ৩ লাখ ৮৪ হাজার ৩৩৮ জন, যা ২০২১ সালের ডেমোক্র্যাটিক প্রাইমারির ভোটের চেয়ে দ্বিগুণ। এ ছাড়া ১ লাখ ৩০ হাজার মেইল ভোটের অনুরোধ করা হলেও এ মাধ্যমে ভোট দেন ৫৪ হাজার ভোটার।
তীব্র গরম
নিউ ইয়র্ক স্টেইটজুড়ে মঙ্গলবার তাপমাত্রা ছিল ১০৫ ডিগ্রি ফারেনহাইট, যা বিগত বছরগুলোর তুলনায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।
ভোটগ্রহণে নিয়োজিত ৩৫ হাজার পোলিং এজেন্ট ও ভোটারদের অনেককে ভোগান্তিতে পড়তে হয় দাবদাহের কারণে।
আগামী ৪ নভেম্বর হবে নিউ ইয়র্ক সিটির মেয়র পদে চূড়ান্ত নির্বাচন।