ব্রুকলিনে বেকারি শপে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু, ফায়ারফাইটারসহ ৪জন গুরুতর আহত হয়েছেন।
আইউইটনেস নিউজ জানায়, বুধবার রাত ২টার দিকে কেনসিংটন এলাকার বোরো পার্ক সেডার মাৎজা বেকারিতে এ ঘটনা ঘটনা।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন ১৭৫জন ফায়ারফাইটার ও ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমস কর্মী।
বুধবার সকাল পর্যন্ত হওয়ার আগ পর্যন্ত চলে আগুন নেভানোর কাজর
প্রচণ্ড ধোঁয়ার মধ্য দিয়ে বেকারির ছাদে পোঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন কর্মীরা।
ওই সময় ভবনটির একটি দেয়াল ধ্বসে পড়ায় সেখানে আটকে যান একজন ফায়ারফাইটার। পরে তাকে আহত অবস্থায় বের করা হয়।
অ্যাসিস্ট্যান্ট ফায়ার চীফ মাইক উডস জানান, ভুক্তভোগী স্থানীয় একটি হাসপাতালে ভর্তি আছেন। তার দুই হাত দগ্ধ হয়েছে। শ্বাসযন্ত্রের কিছু অংশও পোড়ার সম্ভাবনা আছে।
এ ঘটনায় আরও আহত হয়েছেন বেকারি সংলগ্ন একটি ভবনে থাকা এক শিশুসহ তিনজন ব্যক্তি।
এদের মধ্যে শ্বাসযন্ত্রে আঘাত পাওয়া একজনের অবস্থা গুরুতর। বর্তমানে তারা প্রত্যেকে চিকিৎসাধীন।
আগুনের সূত্রপাত কীভাবে তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা।