অভিবাসীদের ফেরত পাঠানোর পথে বাস দুর্ঘটনা, নিহত ৭৬

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০ ২০২৫, ১২:১৯

ফেরত পাঠানো অভিবাসীদের নিয়ে বাস দুর্ঘটনা। ছবি: এনবিসি নিউজ

ফেরত পাঠানো অভিবাসীদের নিয়ে বাস দুর্ঘটনা। ছবি: এনবিসি নিউজ

  • 0

নিহতদের মধ্যে নারী এবং ১৭ শিশু রয়েছে। এ ছাড়া গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে আরও তিনজনকে।

ইরান থেকে ফেরত পাঠানোর সময় আফগান অভিবাসীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় ৭৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম আফগানিস্তানে আফগান অভিবাসীদের বহনকারী বাসটির সঙ্গে একটি ট্রাক ও একটি মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

হেরাত প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মুতফি মুহাম্মদ ইউসুফ সাঈদী এক বিবৃতিতে বলেছেন, নিহতদের মধ্যে নারী এবং ১৭ শিশু রয়েছে। এ ছাড়া গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে আরও তিনজনকে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজ জানায়,ট্রাকটি পেট্রোলিয়াম বহন করছিল। সংঘর্ষের ফলে তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায়।

মুফতি সাঈদী সিবিএস নিউজকে নিশ্চিত করেন যে বাসটি প্রতিবেশী দেশ ইরান থেকে সম্প্রতি নির্বাসিত শরণার্থীদের বহন করছিল।

সামাজিক মাধ্যমে শেয়ার করা ভিডিও এবং ছবিতে বাসটিতে আগুন জ্বলতে দেখা গেছে।

হেরাতের তথ্য ও সংস্কৃতি পরিচালক আহমাদুল্লাহ মুতাকি সিবিএস নিউজকে জানায়, দমকলকর্মীরা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছালেও দুর্ভাগ্যবশত তারা কাউকে জীবিত উদ্ধার করতে পারেনি।

আফগানিস্তানের রাষ্ট্র পরিচালিত বাখতার নিউজ এজেন্সি বলছে, মঙ্গলবারের দুর্ঘটনাটি সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানের সবচেয়ে মারাত্মক দুর্ঘটনাগুলোর মধ্যে একটি।

গত ডিসেম্বরে মধ্য আফগানিস্তানের একটি মহাসড়কে জ্বালানি ট্যাঙ্কার এবং একটি ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ৫২ জন নিহত হয়।

জুন মাসে ইসরায়েল ও ইরানের ১২ দিনের যুদ্ধের পর ইরান থেকে আফগান অভিবাসীদের বিতাড়ন করতে জোরদার অভিযান শুরু করে ইরান। এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায়, প্রায়শই ভয়াবহ পরিস্থিতিতে হাজার হাজার আফগানকে দেশত্যাগ করতে বাধ্য করা হয়।