সালটা ১৯৯৪। একটি সাদা ফোর্ড ব্রোঙ্কো গাড়িতে করে পালাচ্ছেন বিখ্যাত ফুটবল তারকা থেকে জোড়া হত্যা করে কুখ্যাতি পাওয়া ও. জে. সিম্পসন। তার পিছু নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
দৃশ্যগুলো সম্প্রচার করছে বিভিন্ন টেলিভিশন। তা দেখে হতবাক দেশবাসী। এ নাটকীয়তার শেষটা হয় সিম্পসন ধরা পড়ার মধ্য দিয়ে।
তিন দশকের আগের সে ঘটনা নকলের মিম শেয়ার করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
নিজ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শনিবার এক পোস্টে ভুয়া ছবিটি শেয়ার করেন তিনি।
এতে দেখা যায়, সাদা গাড়িতে চড়ে দৃশ্যত পালাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর দুটি গাড়ির চালকের আসনে বসা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। দুজনই তাড়া করছেন ওবামাকে।
এনওয়াই ডেইলি নিউজ জানায়, চলতি সপ্তাহে শুরুতে ইনস্টাগ্রামে পোস্টটি শেয়ার করেছিলেন ডনাল্ড ট্রাম্প জুনিয়র। শনিবার কমেন্ট ছাড়াই ছবিটি ইনস্টাগ্রামে রিপোস্ট করেন ট্রাম্প। একই দিনে ট্রুথ সোশ্যালেও ছবিটি শেয়ার করেন তিনি।
ওবামাকে নিয়ে উপহাস করে দেওয়া পোস্টটি ট্রাম্পের সাম্প্রতিক প্রমাণহীন অভিযোগ জোরদারের চেষ্টা হতে পারে।
অ্যামেরিকার ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের সময় ওবামার ভূমিকা রাষ্ট্রদ্রোহিতাপূর্ণ বলে অভিযোগ করেন ট্রাম্প।
যদিও সমালোচকরা বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তারা মনে করছেন, প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টিনের তদন্ত সংক্রান্ত আরও তথ্য প্রকাশের ক্রমবর্ধমান দাবির মধ্যে সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ তুলে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছে ট্রাম্প প্রশাসন।