ইইউ, অ্যাপলকে শুল্কের হুমকি দিয়ে কী আদায় করতে চান ট্রাম্প

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ২৩ ২০২৫, ১৯:১৫

বিভিন্ন দেশের ওপর আরোপিত শুল্কের তালিকা হাতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: আল জাজিরা

বিভিন্ন দেশের ওপর আরোপিত শুল্কের তালিকা হাতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: আল জাজিরা

  • 0

শুল্ক আরোপ নিয়ে ট্রাম্পের শুক্রবারের বক্তব্যের প্রভাব দেখা গেছে পুঁজিবাজারে। অ্যামেরিকা ও ইউরোপজুড়ে সূচকের দরপতন দেখা গেছে।

উচ্চ শুল্ককে আরও একবার বাণিজ্যের হাতিয়ার বানিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এবার ইউরোপিয়ান ইউনিয়ন-ইইউ ও টেক জায়ান্ট অ্যাপলের ওপর বড় ধরনের শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, অ্যামেরিকায় প্রস্তুত নয় এমন যেকোনো আইফোন বিক্রির জন্য অ্যাপলের ওপর শুক্রবার ২৫ শতাংশ শুল্ক আরোপের ইচ্ছার কথা জানিয়েছেন ট্রাম্প।

একই দিনে প্রেসিডেন্ট জানান, ইইউর ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করবেন তিনি, যেটি কার্যকর হবে ১ জুন থেকে।

শুল্ক আরোপ নিয়ে ট্রাম্পের শুক্রবারের এ বক্তব্যের প্রভাব দেখা গেছে পুঁজিবাজারে। অ্যামেরিকা ও ইউরোপজুড়ে সূচকের দরপতন দেখা গেছে।

অ্যামেরিকার বেঞ্চমার্ক এসঅ্যান্ডপি ৫০০ সূচকে প্রায় দশমিক ৮ শতাংশ পতন দেখা যায়। এ ছাড়া ইউরোপের স্টকস ৬০০ সূচকের পতন হয়েছে এক শতাংশ।

একজন বিশ্লেষকের ভাষ্য, শুল্কের হুমকি দিয়ে পক্ষগুলোকে দরকষাকষির টেবিলে আনতে চাইছেন ট্রাম্প।

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ওসেইক নিউ জার্সির চিফ মার্কেট স্ট্র্যাটেজিস্ট ফিল ব্ল্যাংকাটো বলেন, ট্রাম্প দুটি শুল্ক আরোপের সম্ভাবনার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে একটি হলো ইইউর ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ, যা ১ জুন থেকে কার্যকর হতে পারে। প্রেসিডেন্ট অ্যাপলের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ইচ্ছার কথা জানালেও এ বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেননি।

তিনি বলেন, শুল্ক আরোপ নিয়ে দুটি ঘোষণাকেই সংশ্লিষ্ট পক্ষগুলোকে দরকষাকষির টেবিলে আনার পন্থা হিসেবে দেখা হচ্ছে। কারণ অ্যাপল সম্প্রতি অ্যামেরিকার পরিবর্তে আইফোন উৎপাদন ভারতে স্থানান্তরের ঘোষণা দিয়েছে। অন্যদিকে বাণিজ্য আলোচনায় উল্লেখযোগ্য কোনো ছাড় দেয়নি ইইউ।

ফিল ব্ল্যাংকাটো আরও বলেন, বাণিজ্য নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের পর সাময়িক শান্ত অবস্থা ছিল। ট্রাম্পের নতুন শুল্কের হুমকিতে সে অবস্থায় ছেদ পড়ল।