এ বছর গম রফতানির রেকর্ড গড়বে রাশিয়া: পুতিন

টিবিএন ডেস্ক

জুন ১৭ ২০২৩, ১৩:২০

এসপিআইইএফ-২০২৩ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

এসপিআইইএফ-২০২৩ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

  • 0

চলতি বছর গম রফতানিতে রাশিয়া রেকর্ড গড়বে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে (এসপিআইইএফ) বক্তব্যের সময় তিনি এ মন্তব্য করেন।

পুতিন বলেন, ‘আমাদের কৃষিপণ্যের সরবরাহ ৪১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এক দশক ধরে, রাশিয়া শীর্ষ পাঁচ শস্য রফতানিকারকের তালিকায় রয়েছে। ২০১৬ সাল থেকে আমরা বিশ্বের বৃহত্তম গম রফতানিকারক; বিশ্ববাজারে এক নম্বর। আমি বিশ্বাস করি এ বছর আমাদের কোম্পানিগুলো গম রফতানির সব রেকর্ড ভাঙবে।’

আফ্রিকাসহ খাদ্য ঘাটতিতে থাকা দেশগুলোকে সহায়তা করে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন পুতিন।

তিনি বলেন, ‘গত বছর আমাদের সামগ্রিক রফতানি দশ বছরের রেকর্ড ভেঙে ৫৯২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর মধ্যে প্রক্রিয়াজাত, অ-প্রক্রিয়াজাত রফতানি ১৮৮ বিলিয়ন ডলার। ছয় দশমিক চার মিলিয়ন চাকরি আর দুই দশমিক দুই ট্রিলিয়ন রুবেল (২৬ বিলিয়ন ডলারের বেশি) জাতীয় রাজস্বের গতি বাড়িয়েছে।’


0 মন্তব্য

মন্তব্য করুন