নিরাপত্তা পরিষদে গাযায় যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাবে ভিটো দিয়েছে অ্যামেরিকা। বুধবার একমাত্র স্থায়ী সদস্য হিসেবে এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়ায়, প্রস্তাবটি গৃহিত হয়নি।
এদিকে, ভিটো দেয়ার পক্ষে যুক্তি দিতে গিয়ে, জাতিসংঘে অ্যামেরিকার রাষ্ট্রদূত, ডরোথি শেই বলেন, অ্যামেরিকা সব জিম্মিকে মুক্ত করতে চেষ্টা অব্যাহত রাখবে।
তিনি আরো বলেন, গাযায় যুদ্ধবিরতির প্রস্তাবে অ্যামেরিকা ভিটো দেয়ায় আশ্চর্য হওয়ার কিছু নেই। এই প্রস্তাবে যা বলা হয়েছে, যা বলা হয়নি এবং যেভাবে এই প্রস্তাব উত্থাপিত হয়েছে- তা মোটেও গ্রহণযোগ্য নয় বলে দাবি করেন তিনি।
শেই অভিযোগ করেন, গত কয়েক মাসে হামাস যুদ্ধবিরতির বেশ কয়েকটি প্রস্তাব নাকচ করেছে। তাই তিনি মনে করেন, হামাসকে প্রশ্রয় দেয়া নিরাপত্তা পরিষদের মোটেও উচিৎ হবে না।
হামাসকে তিরস্কার করে না এবং হামাসকে নিরস্ত্র করে গাযা থেকে বিতারণের কথা থাকে না এমন কোন প্রস্তাবে অ্যামেরিকা সমর্থন দেবে না বলেও জানান তিনি।
জাতিসংঘ হামাসকে এখনও সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করেনি- এই ব্যাপারটিকে অযৌক্তিক আখ্যা দিয়েছেন তিনি।
এদিকে, গাযায় ইযরায়েলি হামলার তীব্রতা বেড়ে যাওয়ায়, বৃহস্পতিবার পর্যন্ত সেখানে খাবার বিতরণ কার্যক্রম স্থগিত করেছে, গাযা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন।
গাযার চারটি স্থানে খাবার বিতরণ করলেও, সংস্থাটির এই কার্যক্রমকে প্রত্যাখ্যান করেছে, জাতিসংঘ। তাদের অভিযোগ, অ্যামেরিকা ও ইযরায়েলের স্বার্থ হাসিলে কাজ করছে গাযা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন।
গাযার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই অ্যামেরিকান সংস্থাটি ত্রাণ বিতরণ শুরুর পর থেকেই ত্রাণ বিতরণ কেন্দ্রের বাইরে হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। অন্যদিকে, জাতিসংঘ হুঁশিয়ার করে বলেছে, ত্রাণ বিতরণ কেন্দ্রের বাইরে হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
ইউনিসেফ মুখপাত্র, জেইমস এল্ডার বলছেন, তারা এই ধরণের কাজের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত। তাই তাদের ত্রাণ কর্মসূচি পরিচালনার অনুমতি দেয়া অত্যন্ত জরুরী।