অনথিভুক্ত অভিবাসী খামার শ্রমিকদের বৈধতার ইঙ্গিত ট্রাম্পের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৫ ২০২৫, ২২:৫২

অ্যামেরিকার একটি খামারে কর্মরত শ্রমিক। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

অ্যামেরিকার একটি খামারে কর্মরত শ্রমিক। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

  • 0

খামার শ্রমিক অভিবাসীদের বৈধতা দেওয়া হবে ট্রাম্পের কট্টর গণবিতাড়ন পরিকল্পনা থেকে সামান্য সরে আসা।

অ্যামেরিকার বিভিন্ন খামারে কাজ করা অনথিভুক্ত অভিবাসী শ্রমিকদের আইনি বৈধতা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

সিএনবিসিকে মঙ্গলবার দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কৃষি খাতে অভিজ্ঞতা ছাড়া করা যায় এমন কাজে অ্যামেরিকায় বেড়ে ওঠা লোকজনের চেয়ে বিদেশে জন্ম নেওয়া অভিবাসীরা স্বাভাবিকভাবেই বেশি উপযুক্ত।

খামার শ্রমিক অভিবাসীদের বৈধতা দেওয়া হবে ট্রাম্পের কট্টর গণবিতাড়ন পরিকল্পনা থেকে সামান্য সরে আসা।

প্রেসিডেন্ট সিএনবিসিকে জানান, কয়েক বছর বা দশক ধরে অবস্থানরত অভিবাসী খামার শ্রমিকদের অনির্দিষ্টকাল ধরে অ্যামেরিকায় থাকার সুযোগ দিতে চান তিনি।

তার ভাষ্য, বৈধভাবে অ্যামেরিকায় ফেরত আনতে কিছু ক্ষেত্রে অভিবাসী শ্রমিকদের জন্মভূমিতে পাঠানো হচ্ছে। কৃষকদের অভিবাসী শ্রমিকহীন করতে চায় না প্রশাসন।

স্বাভাবিকভাবে ফেডারেল অভিবাসন আইনে কোনো পরিবর্তন আনতে হলে কংগ্রেসের অনুমোদন দরকার হয়। যদিও ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে তার লক্ষ্য অর্জন করতে চাইতে পারেন। এর মাধ্যমে অনথিভুক্ত অভিবাসী শ্রমিকদের ওপর নির্ভরশীল কৃষকদের সহায়তার বিষয়টি তুলে ধরতে চাইবেন তিনি।

ট্রাম্পের মতে, কঠিন ও কম অর্থের খামারের কাজে নিম্ন আয়ের অ্যামেরিকান নাগরিকরা অভিবাসীদের মতো উপযুক্ত নন। যদিও এ যুক্তির স্বপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।

কৃষি ও আতিথেয়তা শিল্পে কর্মরত অনথিভুক্ত অভিবাসীদের কোনো এক ধরনের আইনি বৈধতা দেওয়ার বিষয়ে কয়েক মাস ধরে কথা বলছেন ট্রাম্প। দুটি শিল্পের মালিকরা ব্যাপকভাবে অভিবাসীদের ওপর নির্ভরশীল।

ক্যালিফোর্নিয়ার বিশাল কৃষি ক্ষেত্রে অভিবাসন আইন বাস্তবায়ন অভিযান স্থগিতেরও অনুমোদন দিয়েছিলেন ট্রাম্প। যদিও তা দ্রুতই প্রত্যাহার করা হয়।