
প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব কেড়ে নিল কুয়েত

টিবিএন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২ ২০২৫, ৬:০০ হালনাগাদ: ডিসেম্বর ৪ ২০২৫, ০:৩৮

বেশ কয়েকটি ক্ষেত্রে নাগরিকত্ব বাতিল হওয়া ব্যক্তিদের নামও প্রকাশ করা হয়েছে। ছবি: এমএসএন
- 0
কুয়েতের জনসংখ্যা প্রায় পঞ্চাশ লক্ষ, যার মধ্যে উল্লেখযোগ্যই সংখ্যাগরিষ্ঠ বিদেশি নাগরিক।
অবৈধভাবে নাগরিকত্ব নেওয়ার অভিযোগে প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করেছে, কুয়েত। দেশটির এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসেফ সৌদ আল সাবাহ বলেছেন, বেশ কয়েকটি দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অসংখ্য জালিয়াতি শনাক্ত করা সম্ভব হয়েছে।
তিনি আল কাবাস পত্রিকাকে বলেন, ‘কুয়েতের সব নাগরিকত্বের নথি এখন যাচাই করা হচ্ছে। এবং কাউকে বাদ না দিয়ে প্রতিটি নথি ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।’
দ্য ন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, বর্তমান বা সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীরা কুয়েতি নাগরিকত্ব যাচাইয়ে নিয়োজিত সর্বোচ্চ কমিটির তদন্তের আওতায় আছেন কিনা এমন প্রশ্নের জবাবে শেখ ফাহাদ জানান, পুরো কুয়েতই যাচাইয়ের আওতায় আছে।
এই নীতি, মূলত সেই বিদেশিদের লক্ষ্যবস্তু করছে যারা অবৈধভাবে কুয়েতি নাগরিকত্ব পেয়েছেন।
এক বছরেরও বেশি সময় আগে গঠিত এই সুপ্রিম কমিটি মূলত কাদের কুয়েতি নাগরিকত্বের আইনি অধিকার আছে সেটি যাচাই করে। বেশ কয়েকটি ক্ষেত্রে নাগরিকত্ব বাতিল হওয়া ব্যক্তিদের নামও প্রকাশ করা হয়েছে।
পত্রিকাটি জানিয়েছে, এ বছর অভিযান জোরদার হওয়ার পর থেকে প্রায় ৫০ হাজার নাগরিকত্ব বাতিল করা হয়েছে। মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে এতে আরও বলা হয়েছে, শিগগিরই কুয়েতি নাগরিকত্বের নতুন সংস্করণের নথি ইলেকট্রনিক আকারে চালু করা হবে।
কুয়েতে দ্বৈত নাগরিকত্বের অনুমতি নেই। অর্থাৎ যারা কুয়েতির নাগরিকত্ব অর্জন করেন তাদের অবশ্যই তাদের মূল দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে। দেশটির জনসংখ্যা প্রায় পঞ্চাশ লক্ষ, যার মধ্যে উল্লেখযোগ্যই সংখ্যাগরিষ্ঠ বিদেশি নাগরিক।
যদিও অভিযানের মূল লক্ষ্য অবৈধ নাগরিকত্ব বাতিল করা। তবে অন্যান্য কিছু ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হয়েছে। জুলাই মাসে, কমিটির তথ্য উদ্ধৃত করে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, একজন ব্যক্তির নাগরিকত্ব দেশের ‘উচ্চতর স্বার্থ’ বিবেচনায় বাতিল করা হয়েছে।
কুয়েতি নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে কুয়েতি পিতার থেকে তার সন্তানরা পেয়ে থাকে। তবে, কুয়েতে স্বীকৃত নাগরিকত্ব প্রাপ্তির জন্য একটি উচ্চস্তরের কমিটি রয়েছে। এই কমিটি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে গঠিত কুয়েতি নাগরিকদের নিয়ে গঠিত এবং তারা নির্দিষ্ট সময় পরে নাগরিকত্বের জন্য আবেদনকারীদের মূল্যায়ন করে।
কুয়েতে নাগরিকত্বের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। বিশেষ করে দেশটিতে বেদুইন নামে পরিচিত ১২০,০০০ ‘রাষ্ট্রহীন মানুষের সমস্যা রয়েছে। যা সমাধানের জন্য আইনগত সংস্কারের চেষ্টা থাকলেও রাজনৈতিক উত্তেজনার কারণে কয়েক বছর ধরে এই চ্যালেঞ্জগুলো অব্যাহত রয়েছে।