ইনস্টাগ্রামে স্বামীকে তালাক, এবার র‌্যাপারের সঙ্গে বাগদান দুবাই প্রিন্সেসের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৮ ২০২৫, ৭:৪৭ হালনাগাদ: নভেম্বর ১২ ২০২৫, ১৪:০৭

ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে  দুবাই প্রিন্সেস শেখা মাহরা। ছবি: দ্য নিউ ইয়র্ক পোস্ট

ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে দুবাই প্রিন্সেস শেখা মাহরা। ছবি: দ্য নিউ ইয়র্ক পোস্ট

  • 0

এই বছরের শুরুতে প্যারিসের ফ্যাশন ইভেন্টে হাত ধরে হাজির হওয়ার পর তাদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসে।

র‌্যাপার ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে বাগদান সেরেছেন দুবাই প্রিন্সেস শেখা মাহরা মোহাম্মদ রাশেদ আল মাকতুম।

দুবাই শাসক ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা হচ্ছেন শেখা মাহরা।

বিনোদন ভিত্তিক সংবাদমাধ্যম টিএমজেড জানায়, জুনে প্যারিস ফ্যাশন উইকের সময় তাদের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এই জুটি।

৩১ বছর বয়সী দুবাই রাজপরিবারের সদস্য শেখা মাহরা এবং ৪০ বছর বয়সী র‌্যাপার ফ্রেঞ্চ মন্টানার সম্পর্ক ২০২৪ সালের শেষের দিকে শুরু হয়। সেসময় শেখা মাহরা মন্টানাকে দুবাই নিয়ে যান এবং সামাজিক মাধ্যমে সে ছবি শেয়ার করেন।

এরপর থেকে প্রায়শই মরুভূমির শহর এবং মরক্কোতে একসাথে তাদের দেখা গেছে। এই জুটির অভিজাত রেস্তোরাঁয় খাওয়া, মসজিদ পরিদর্শন এবং প্যারিসের পন্ট ডেস আর্টস ব্রিজে হাঁটার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

এই বছরের শুরুতে প্যারিসের ফ্যাশন ইভেন্টে হাত ধরে হাজির হওয়ার পর তাদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসে।

২০২৩ সালের মে মাসে শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের সঙ্গে বিয়ে হয় দুবাই রাজকুমারীর। তাদের একটি কন্যা সন্তান রয়েছে।

গত বছর শেখ মাহরা ইনস্টাগ্রামে এক অভিনব পোস্টের মাধ্যমে তার বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। সেসময় স্বামীর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে তিনি তার পোস্টে লেখেন, ‘প্রিয় স্বামী, যেহেতু তুমি অন্যান্য সঙ্গীদের সঙ্গে ব্যস্ত, তাই আমি আমাদের বিবাহবিচ্ছেদ ঘোষণা করছি। আমি তোমাকে তালাক দিচ্ছি। সাবধান থেকো। তোমার সাবেক স্ত্রী।’

বিবাহবিচ্ছেদের পর, শেখা মাহরা ‘ডিভোর্স’ নামে পারফিউমও চালু করেন।

অপরদিকে তার বাগদত্ত ফ্রেঞ্চ মন্টানা, যার আসল নাম করিম খারবুচ, ‘আনফরগেটেবল’এবং ‘নো স্টাইলিস্ট’ এর মতো বিশ্বব্যাপী হিট গানের জন্য পরিচিত।

২০০৭ সালে তিনি উদ্যোক্তা ও ডিজাইনার নাদিন খারবুচকে বিয়ে করেন। ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।