চলে গেলেন কিংবদন্তী গায়ক ও সিভিল রাইটস আইকন হ্যারি বেলাফন্ট

টিবিএন ডেস্ক

এপ্রিল ২৫ ২০২৩, ২০:৩৫

কিংবদন্তী গায়ক হ্যারি বেলাফন্টে। ছবি: সংগৃহীত

কিংবদন্তী গায়ক হ্যারি বেলাফন্টে। ছবি: সংগৃহীত

  • 0

জনপ্রিয় গায়ক ও অভিনয়শিল্পী হ্যারি বেলাফন্ট আর নেই। ৯৬ বছর বয়সে নিউ ইয়র্কের বাড়িতে তার মৃত্যু হয়েছে।

বেলাফন্টের স্ত্রী পামেলা ফ্র্যাঙ্ক মৃত্যুশয্যায় তার পাশে ছিলেন। হ্যারির মুখপাত্র সিবিএস নিউযকে এসব নিশ্চিত করেছেন।

বেলাফন্টের মৃত্যুতে গভীরভাবে শোকাহত ভক্তরা।

পপ শিল্পী পরিচয়ের বাইরেও তিনি একজন অভিনয়শিল্পী ও প্রযোজক। তার পুরস্কারের ঝুলিতে আছে এমি, গ্র্যামি, অস্কার, টনি (ইজিওটি)-র মতো অ্যাওয়ার্ড। 

তবে সব ছাপিয়ে সিভিল রাইটস আইকনে পরিণত হন তিনি।  

হাস্কি কণ্ঠে সুদর্শন বেলাফন্টে ছিলেন হলিউডের প্রথম কৃষ্ণাঙ্গ অভিনয় শিল্পীদের একজন। প্রতিভা ও প্রচেষ্টায় লাখও ভক্তের মনে দ্রুত জায়গা করে নেন তিনি। 

গায়ক হিসেবে এক মিলিয়ন বিক্রির রেকর্ড রয়েছে বেলাফন্টের ঝুলিতে। তার তুমুল জনপ্রিয় গান ‘ব্যানানা বোট সং’ আজও পপ গানের জগতের হিট। 

তবে ১৯৬০-এর দশকে তিনি পারফর্মিং ক্যারিয়ার থেকে তিনি সরে আসেন, হয়ে উঠেন সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট।

ইউনিসেফের শুভেচ্ছাদূত থাকাকালে বেলাফন্টে বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, কেবল একজন শিল্পী হিসেবে নয়, তিনি পরিচিতি পেতে চান সামাজিক ন্যায় বিচারের একজন চ্যাম্পিয়ন হিসেবে। 

সমাজসেবায় তাই হ্যারি বেলাফন্টকে স্মরণ করা হয় একটি ব্র্যান্ড হিসেবে। 

অ্যামেরিকার সেলিব্রেটি অ্যাক্টিভিস্টদের রোলমডেল হিসেবে ধরা হয় বেলাফন্টেকে। বর্ণবাদ বিরোধী আন্দোলন, নারীর সম্মান-অধিকার, কিশোর ন্যায়বিচার, জলবায়ু পরিবর্তন এবং অ্যাফ্রিকার উপনিবেশকরণসহ অসংখ্য ঐতিহাসিক রাজনৈতিক ও সামাজিক সংকট সমাধানে ভুমিকা রাখেন তিনি।  

ওয়াশিংটনে ‘১৯৬৩ মার্চ’ ম্যুভমেন্টের অন্যতম সংগঠক ছিলেন বেলাফন্ট। সিডনি পোইটিয়ার, পল নিউম্যান, স্যামি ডেভিস, মারলন ব্র্যান্ডো, রিটা মোরেনো, জেমস বাল্ডউইন, বব ডিলানদের মতো হলিউড সেলিব্রিটিরা তাতে যুক্ত হয়েছিলেন।

তাকে ২০২২ সালে আর্লি ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।


0 মন্তব্য

মন্তব্য করুন