কর্তৃপক্ষ রোববার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে জানায়, লংমোরের সঙ্গে গোলাগুলিতে দুই পুলিশ কর্মকর্তা আহত এবং লংমোর নিহত হয়েছেন।
হেনরি কাউন্টির শেরিফ রেজিনাল্ড স্ক্যান্ড্রেফ জানান, সন্দেহভাজন লংমোরকে খুঁজতে দক্ষিণ পশ্চিম জর্জিয়ায় ব্যাপক অভিযান চালায় পুলিশ। অফিসাররা যখন তাকে খুঁজে পান তখন তিনি খুবই বিপজ্জনক অবস্থায় ছিলেন। তার কাছে অস্ত্র ছিল।
শেরিফ স্ক্যান্ড্রেফ জানিয়েছে, বন্দুকযুদ্ধে হেনরি কাউন্টি শেরিফের এক ডেপুটি ও ক্লেটন কাউন্টি শেরিফের এক অফিসার আহত হয়েছেন।
তবে বন্দুকযুদ্ধ সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।
হেনরিকাউন্টির হ্যাম্পটনের ডগউড লেকে শনিবার সকালে চারটি ভিন্ন জায়গায় চার জনকে গুলি করে মেরে ফেলার অভিযোগ উঠেছিল লংমোরের বিরুদ্ধে। তাকে ধরিয়ে দেয়ার বিনিময়ে ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করে কর্তৃপক্ষ।