এর আগে আট জনকে উদ্ধার করেন ফায়ার ক্রুরা। ধসে পড়া ভবনটিতে আর কেউ আটকে নেই বলে নিশ্চিতও করেছিলেন তারা । তবে ঘটনার একদিন পর আরও একজনকে উদ্ধার করা হয়।
এদিকে বিল্ডিংটিকে পুরোপুরি ভেঙে ফেলার প্রস্তুতি নিয়েছেন কর্মকর্তারা। তবে কমিউনিটির সদস্যদের দাবি, ভবনের ভেতরে এখনও কয়েক জন আটকে থাকতে পারেন।
উদ্ধার অভিযানে ১৫০ জন কর্মী অংশ নিয়েছেন। থার্মাল ইমেইজিং, ড্রোন ও সার্ভিস কুকুরের একটি দলও ব্যবহার করা হচ্ছে।
কর্মকর্তারা বলছেন, ভবনটি কাঠামোগতভাবে অনিরাপদ এবং পুরো ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে।