নির্বাচনকালীন সরকারে বিএনপির সুযোগ নেই: শেখ হাসিনা

টিবিএন ডেস্ক

মে ১৫ ২০২৩, ১৯:২২

সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ভিডিও থেকে

সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ভিডিও থেকে

  • 0

বাংলাদেশের নির্বাচনকালীন সরকারে অন্যতম রাজনৈতিক দল বিএনপির থাকার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কোনো সংসদ সদস্য চাইলে ওই সরকারে থাকতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

জাপান, অ্যামেরিকা ও বৃটেইন সফর শেষে রাজধানী ঢাকায় গণভবনে সোমবার বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আসন্ন নির্বাচনে অন্তর্বতীকালীন সরকার কেমন হবে- সাংবাদিকের এমন প্রশ্নে শেখ হাসিনা বলেন, ‘আমি নির্বাচন দিতে ভয় পাই না। আমি জনগণের জন্য কাজ করি। জনগন আমাকে ভোট দিলে থাকব, না দিলে থাকব না।’

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার না রাখার পক্ষে তিনি বলেন, ‘ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি আমরা ফলো করি। আপনি এখন যান, বৃটেইনে কীভাবে ইলেকশন হয়? তারা কীভাবে করে? আমরা সেভাবেই করব। 

'এর মধ্যে হ্যাঁ আমরা এইটুকু উদারতা দেখাতে পারি, পার্লামেন্টের সংসদ সদস্য যারা আছে, তাদের মধ্যে কেউ যদি ইচ্ছা প্রকাশ করে যে নির্বাচনকালীন সময়ে তারা সরকারে আসতে চায়, আমি নিতে রাজি আছি। এইটুক উদারতা আছে, আমরা আগে নিয়েছি। এমনকি ২০১৪ সালে তো খালেদা জিয়াকেও আমি আহ্বান করেছিলাম, তারা তো আসেনি। আর এখন তো তারা নাই-ও পার্লামেন্টে। কাজেই ওদের নিয়ে চিন্তারও কিছু নাই।’


0 মন্তব্য

মন্তব্য করুন