ক্রোয়েশিয়াকে হতাশ করে নেশন্স লিগ শিরোপা জিতল স্পেন

টিবিএন ডেস্ক

জুন ১৯ ২০২৩, ২১:০৬

ক্রোয়েশিয়াকে পেনাল্টিতে ৫-৪ গোল ব্যবধানে হারিয়ে নেশন্স লিগের শিরোপা জিতেছে স্পেন। ছবি: সংগৃহীত

ক্রোয়েশিয়াকে পেনাল্টিতে ৫-৪ গোল ব্যবধানে হারিয়ে নেশন্স লিগের শিরোপা জিতেছে স্পেন। ছবি: সংগৃহীত

  • 0

ক্রোয়েশিয়াকে পেনাল্টিতে ৫-৪ গোল ব্যবধানে হারিয়ে নেশন্স লিগের শিরোপা জিতেছে স্পেন। অভিজ্ঞ ডিফেন্ডার ডানি কারভাহালের গোলে স্পেনের জয় নিশ্চিত হয়।

নেদারল্যান্ডসের রটারডামে ফেয়েনুর্ড ডি কুইপ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে উভয় দলের কেউই গোল করতে পারেনি।

স্প্যানিশ গোলকিপার উনাই সিমন ক্রোয়েশিয়ার লোভরো মায়ার ও ব্রুনো পেটকোভিচের স্পট কিক রুখে দেন। এরপর কারভাহালের কিক জালে জড়ালে স্প্যানিশদের শিরোপা নিশ্চিত হয়। অন্যদিকে হতাশ হতে হয় ক্রোয়েটদের।

২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের পর এই প্রথম কোনো শিরোপা জিতল স্পেন।

এদিকে ২০১৮ বিশ্বকাপে রানার্স-আপ ও ২০২২ সালে তৃতীয় স্থান পাওয়া জলাটকো ডালিচের ক্রোয়েশিয়াকে আরও একবার হতাশ হতে হলো। কখনো বড় কোনো আসরে শিরোপা জয়ের স্বাদ পায়নি দলটি। নেশন্স লিগের শিরোপার মাধ্যমে হয়তো অধিনায়ক লুকা মড্রিচের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারকে একটি সাফল্য উপহার দিতে পারতো ক্রোয়েশিয়া।

মার্চে ইউরো ২০২৩ বাছাইপর্বে স্কটল্যান্ডের কাছে হারের পর স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তেকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল। রোববারের এ জয় তাকে অনেকটা স্বস্তি দিয়েছে। একইসঙ্গে ২০২১ নেশন্স লিগের ফাইনালে ফ্রান্সের কাছে হারের হতাশাও কাটিয়ে উঠলো স্প্যানিশরা।


0 মন্তব্য

মন্তব্য করুন