ঐতিহাসিক লুভর জাদুঘর থেকে সম্রাট নেপোলিয়ন ও তার স্ত্রীর গয়না চুরির ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ।
আইউইটনেস নিউজ জানায়, শনিবার রাত ১০টার দিকে প্যারিস চার্লস দে গোল বিমানবন্দর থেকে সন্দেহভাজনদের একজন গ্রেপ্তার হন। অভিযুক্ত ওই ব্যক্তি আলজেরিয়া পালিয়ে যেতে বিমানবন্দরে অপেক্ষা করছিলেন।
আরেকজন ব্যক্তিকে কীভাবে গ্রেপ্তার করা হল এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।
তবে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি সেইন সেইন্ট দেনিসের বাসিন্দা, নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
লুভর জাদুঘরের অ্যাপোলো গ্যালারি থেকে গত ১৯ অক্টোবর নাটকীয়ভাবে চুরি হয় ফরাসি সম্রাট নেপোলিয়ন ও তার স্ত্রীর ব্যবহৃত মুকুট, হার, কানের দুল ও ব্রুচ।
মোটরসাইকেলে আসা চার ব্যক্তি মইযুক্ত লিফটের সাহায্যে গ্যালারিতে পৌঁছে কয়েক মিনিটেই গয়না নিয়ে পালিয়ে যান।
চুরির এ ঘটনা নিয়ে আলোচনা শুরু হয় পৃথিবীব্যাপী।
ফ্রান্সের সরকার চুরি হওয়া ঐতিহাসিক গয়না উদ্ধারে শুরু করে তদন্ত অভিযান।
চুরির এক সপ্তাহ পর গ্রেপ্তার হওয়া দুই সন্দেহভাজনকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।