টেনেসি স্টেইটের ক্লিভল্যান্ডে প্লাস্টিক তৈরির কারখানায় কর্মরত দুই জার্মান অভিবাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
এনবিসি নিউজ জানায়, সোমবার সকালে বারকু প্লাস্টিকস কারখানায় এ বন্দুক হামলা ঘটে।
হামলায় নিহতরা হলেন টোবিয়াস গ্লেইনিগ ও ইভান অ্যালডারগট। তারা দুজনই কারখানার তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন।
হামলার খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সন্দেহভাজন একজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ক্লিভল্যান্ড পুলিশ ও ব্র্যাডলি কাউন্টি শেরিফ, যিনি একই কারখানার সাবেক কর্মচারী।
পুলিশ জানায়, একটি যান ট্র্যাক করে ব্র্যাডলি কাউন্টির শেষ সীমানায় সন্দেহভাজনের বাড়িতে পৌঁছায় ক্লিভল্যান্ড পুলিশ ও ব্র্যাডলি কাউন্টি শেরিফ। বেশ কয়েক ঘণ্টা বাড়িটি ঘেরাও দিয়ে রাখলেও হদিস মিলছিল না সন্দেহভাজনের।
পরে তারা বাড়ির ভিতরে ড্রোন ও দুটি রোবট পাঠিয়ে জানতে পারেন, অভিযুক্ত গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
অভিযুক্ত ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
এ ঘটনায় নিহত দুই জার্মান অভিবাসীর প্রতি শোক প্রকাশ করে বিবৃতি প্রকাশ করেছে ক্লিভল্যান্ড পুলিশ কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়, ‘এ মর্মান্তিক ঘটনায় আমরা গ্লেইনিগ ও অ্যালডারগটের পরিবার, সহকর্মী ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাই।’
হামলায় সন্দেহভাজন মৃত ব্যক্তির ময়নাতদন্ত করছে ফরেনসিক বিভাগ।
হামলার কারণ প্রকাশে তদন্ত চালাচ্ছেন কর্মকর্তারা।