এসএফডি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. হিশাম বিন সাদ আল-জাধে এবং জাকিম মহাপরিচালক ড. হাকিমা ইউসুফ এতে সই করেন।
সমঝোতা অনুযায়ী, সামঞ্জস্যপূর্ণ মূল্যায়ন পদ্ধতি, স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন, হালাল সার্টিফিকেট রেগুলেশন এবং হালাল পণ্যের প্রশিক্ষণ, গবেষণা ও পরীক্ষাগার বিশ্লেষণের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে।
আল-জাধে জানান, এ চুক্তির লক্ষ্য বিশ্বব্যাপী ৪০০টিরও বেশি পণ্যের হালাল সনদ দেয়া।
বিশ্বব্যাপী মুসলমানদের জন্য হালাল পণ্যের নির্ভরযোগ্যতা উন্নত করতে একটি কাঠামো প্রতিষ্ঠার ওপর জোর দেন আল-জাধে।
তিনি বলেন, সৌদি হালাল সেন্টার আন্তর্জাতিক হালাল সার্টিফিকেশন পদ্ধতির একটি কাঠামো প্রতিষ্ঠার জন্য বেশ কয়েক বছর ধরে কাজ করছে।
গত বছর অক্টোবরে মরক্কোর সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি করে সৌদি আরব।