ইউএস এয়ার ফোর্স ড্রোনের প্রতি রাশিয়ার এমন আচরণ ‘অনিরাপদ ও অপেশাদার’ বলে বৃহস্পতিবার বিবৃতি দিয়েছে পেন্টাগন।
অ্যামেরিকান এয়ার ফোর্সের লুইটেন্যান্ট জেনারেল অ্যালেক্সেস জি গ্রাইঙ্কিউইচ বিবৃতিতে জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে এমকিউ-নাইন রিপার ড্রোনগুলো জঙ্গি সংগঠস ইসলামিক স্টেইটের (আইএস) স্থাপনা লক্ষ্য করে অভিযান চালাচ্ছিল। সে সময় কয়েকটি রাশিয়ান ফাইটার জেট আগুনের ফুলকি ছড়িয়ে ড্রোনগুলোর খুব কাছ দিয়ে বিপজ্জনকভাবে উড়ে যায়।
ইউএস এয়ারফোর্স শুক্রবার ঘটনার ভিডিও প্রকাশ করে জানায়, পর পর দুই দিন ইউএস ড্রোনকে হয়রানি করেছে রাশিয়া।
এর আগে বুধবার একই ভাবে সিরিয়ার আকাশে ইউএস ড্রোনকে রাশিয়ান জেট হয়রানি করেছে বলে জানিয়েছে অ্যামেরিকা।