সৌদি নয়, রিয়ালে আরও এক বছর মডরিচ

টিবিএন ডেস্ক

জুন ২৭ ২০২৩, ১:৩৫

রিয়াল মাদ্রিদের জার্সিতে লুকা মডরিচ। ছবি: টুইটার

রিয়াল মাদ্রিদের জার্সিতে লুকা মডরিচ। ছবি: টুইটার

  • 0

রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি আরও এক বছরের জন্য নবায়ন করেছেন লুকা মডরিচ। ৩৭ বছর বয়সী এ ক্রোয়েশিয়ান ২০২৪ পর্যন্ত থাকছেন মাদ্রিদে।

কিংবদন্তি এ মিডফিল্ডারের জন্য সৌদি আরবের ক্লাবগুলো থেকে বিশাল অঙ্কের অফার ছিল। ইউরোপিয়ান ট্র্যান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, মাদ্রিদের সঙ্গে তার চুক্তির তিন গুণ অর্থ দিতে চেয়েছিল সৌদি একটি ক্লাব।

মডরিচ তাতে রাজি হননি। ক্লাবের সাবেক এ অধিনায়ক রিয়ালেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। চুক্তি নবায়নের বিষয়টি এক টুইটে নিজেই নিশ্চিত করেন মডরিচ।

নবায়নের খবর টুইট করে তিনি লিখেছেন, ‘হোম, সুইট হোম।’

২০১২ সালে ইংল্যান্ডের ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেবার পর স্প্যানিশ জায়ান্টদের হয়ে ৫টি চ্যাম্পিয়নস লিগ ও ৩টি লা লিগা শিরোপা জিতেছেন মডরিচ। খেলেছেন ৪৮৮ ম্যাচ।

ক্রোয়েশিয়াকে ২০১৮ সালে ফিফা বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়ার জন্য ব্যলন ডরও জেতেন তিনি।


0 মন্তব্য

মন্তব্য করুন