ছাত্রদল ও এনসিপির সমাবেশ, লোক সমাগম কোথায় কেমন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩ ২০২৫, ৯:১০

৪টায় সমাবেশ শুরুর কথা রয়েছে এনসিপির। ছবি: বিবিসি

৪টায় সমাবেশ শুরুর কথা রয়েছে এনসিপির। ছবি: বিবিসি

  • 0

ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বাংলাদেশের বর্তমানে দুটি প্রধান রাজনৈতিক দলের সমাবেশ হচ্ছে ঢাকার প্রধান দুটি এলাকায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহাবাগে তাদের সমাবেশের ঘোষণা দিয়েছে। অন্যদিকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার জন্য রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিকেল ৪টায় এনসিপির ঘোষিত সমাবেশ শুরুর কথা থাকলেও বাংলাদেশ সময় বেলা তিনটা নাগাদ সমাবেশস্থলে তেমন জন সমাগম দেখা যায়নি বলে জানিয়েছে বিবিসি।

তবে সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের ঢাকায় আসার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন এনসিপি। দলটির অনেক নেতা কর্মী সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেছেন।

অপরদিকে জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রোববার সমাবেশ করছে ছাত্রদল। শাহবাগে ছাত্রদলের সমাবেশে অংশ নিতে জেলা ও মহানগর থেকে আসছেন নেতা-কর্মীরা।

বিবিসি বাংলা জানিয়েছে, বেলা ১২টা থেকেই ছাত্রদলের জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন।

এ সময় তারা দলীয় প্রতীক সম্বলিত পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগান দিতে থাকেন। সমাবেশস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বেলা আড়াইটায় আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

এ ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া সমাবেশে দলটির সিনিয়র নেতাদের পাশাপাশি সাবেক ছাত্রনেতারাও উপস্থিত থাকবেন।

এদিকে সমাবেশের কারণে শাহবাগ ও এর আশেপাশের এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি।