বন্দুকের ভিডিও পোস্ট করে ২৫ ম্যাচ নিষিদ্ধ এনবিএ তারকা জা মোরান্ট

টিবিএন ডেস্ক

জুন ১৬ ২০২৩, ২০:৫১

দুইবারের এনবিএ অলস্টার জা মোরান্ট। ছবি: সংগৃহীত

দুইবারের এনবিএ অলস্টার জা মোরান্ট। ছবি: সংগৃহীত

  • 0

সোশ্যাল মিডিয়ায় বন্দুকের ভিডিও পোস্ট করার জন্য মেমফিস গ্রিজলিজের গার্ড জা মোরান্টকে ২৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে এনবিএ। চার মাসের মধ্যে এটি তার দ্বিতীয় নিষেধাজ্ঞা।

এনবিএ কমিশনার অ্যাডাম সিলভার শুক্রবার স্পষ্ট করে বলেছেন, মোরান্টকে সোশ্যাল মিডিয়ায় অস্ত্র দেখানোর অভ্যাস বন্ধ করতে হবে।

বন্দুক নিয়ে প্রথম ভিডিও পোস্ট করার এক মাসের মাথায় দ্বিতীয় ভিডিও দিয়ে পরের মৌসুমের জন্য নিষিদ্ধ হলেন মোরান্ট। ডেনভার এলাকার স্ট্রিপ ক্লাবে একটি হ্যান্ডগান দেখানোর জন্য ৮ ম্যাচ নিষিদ্ধ হওয়ার পর মার্চ মাসে মোরান্টের বন্দুক দেখানোর ভিডিওটি পোস্ট করা হয়।

এনবিএ বলেছে তাকে পুনরায় ফিরে আসতে বেশ কিছু শর্তও মেনে চলতে হবে।

সিলভার বলেন, ‘উঠতি বয়সীদের মোরান্টের আচরণ অনুকরণ করার সম্ভাবনা উদ্বেগজনক। পরিস্থিতি অনুযায়ী আমরা মনে করি তাকে ২৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করা যুক্তিযুক্ত। বন্দুক নিয়ে বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন আচরণ সহ্য করা হবে না৷’

এনবিএ আরও জানিয়েছে যে, নিষিধাজ্ঞার সময় মোরান্ট প্রি-সিজনসহ কোনো লিগ বা দলের কার্যকলাপে অংশ নিতে পারবেন না।’

মেমফিস গ্রিজলিজও মোরান্টকে দ্বিতীয় ভিডিও প্রকাশের পর দল থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে। শুক্রবার এক বিবৃতিতে দলটি জানিয়েছে যে দ্বিতীয় ভিডিওর জন্য মোরান্টকে দেয়া শাস্তি তারা সমর্থন করে।


0 মন্তব্য

মন্তব্য করুন