‘ক্যাপ্টেন অ্যামেরিকা’ এখন মিলানের জার্সিতে

টিবিএন ডেস্ক

জুলাই ১৪ ২০২৩, ১:০২

এসি মিলানের জার্সি হাতে ক্রিস্টিয়ান পুলিসিচ। ছবি: টুইটার

এসি মিলানের জার্সি হাতে ক্রিস্টিয়ান পুলিসিচ। ছবি: টুইটার

  • 0

অ্যামেরিকার জাতীয় সকার দলের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিচ যোগ দিয়েছেন এসি মিলানে। ইতালির সেরি আর বিখ্যাত এই ক্লাবে ১১ নম্বর জার্সিতে খেলবেন ‘ক্যাপ্টেন অ্যামেরিকা’।

চার বছর ইংল্যান্ডের ক্লাব চেলসিতে কাটানোর পর মিলানে যোগ দিলেন তিনি। পুলিসিচকে দলে ভেড়াতে ২৪ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে মিলানকে।

২০১৯ সালে জার্মানির ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে ৬৬ মিলিয়ন ইউরোতে চেলসিতে যোগ দেন এ ফরোয়ার্ড। অ্যামেরিকান কোনো সকার তারকার জন্য এটিই সর্বোচ্চ ট্র্যান্সফার ফির রেকর্ড।

চার মৌসুম চেলসির জার্সিতে ১৪৫ ম্যাচে ২৬টি গোল করেছেন তিনি। জিতেছেন ২০২১ ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা।

মিলানে চেলসির সতীর্থ রুবেন লফটাস-চিককেও পাচ্ছেন ২৪ বছর বয়সী পুলিসিচ। নতুন মৌসুমে চেলসির স্কোয়াড খালি করার তালিকায় ছিল লফটাস-চিকের নামও।

পুলিসিচের সঙ্গে প্রাথমিকভাবে আর বছরের চুক্তি সেরেছে মিলান। চুক্তি শেষে চাইলে আরও এক বছর নবায়ন করতে পারবেন এ অ্যামেরিকান তারকা।


0 মন্তব্য

মন্তব্য করুন