উদ্বেগজনক গোয়েন্দা তথ্য পেয়েই মোদিকে ফোন করেন ভ্যান্স: সিএনএন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ১১ ২০২৫, ১৩:৪৪

অ্যামেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি

অ্যামেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি

  • 0

আকস্মিক এই যুদ্ধবিরতির পেছেন কারণ খুঁজতে গিয়ে সূত্রের বরাতে সিএনএন জানতে পেরেছে, ভীষণ উদ্বেগজনক গোয়েন্দা তথ্য পাওয়ার পরই পাকিস্তানের সঙ্গে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতিতে যেতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ভীষণ উদ্বেগজনক গোয়েন্দা তথ্য পাওয়ার পরই পাকিস্তানের সঙ্গে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতিতে যেতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে সিএনএন। তবে ঠিক কি তথ্য পাওয়া গেছে সেই বিষয় কিছু জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী পরমাণু অস্ত্রের বিষয়ে সিদ্ধান্ত নিতে ন্যাশনাল অথরিটি কমান্ডের জরুরি বৈঠক ডাকার পর টনক নড়ে ট্রাম্প প্রশাসনের। ভ্যান্স সরাসরি টেলিফোন করেন মোদিকে। এদিকে যুদ্ধবিরতি ভঙ্গ করার নয়াদিল্লির অভিযোগ অস্বীকার করেছে ইসালামাবাদ।

ভারত ও পাকিস্তানের যুদ্ধের মধ্যদিয়ে আধুনিক বিশ্বের অন্যতম সংযোজন ড্রোন দিয়ে বিবদমান পক্ষের লড়াইয়ের সূচনা হয়। এই প্রথম উভয় পক্ষ শুধু গোলাবারুদ নয় ড্রোনের মতো মানবহীন অস্ত্রও ব্যবহার করছে তাদের অস্থির সীমান্তে। তাই বলা যেতে পারে আধুনিক বিশ্বের যুদ্ধ নতুন এক মোড় নিলো।

এছাড়া ডগ ফাইট অর্থাৎ আকাশ পথেও যুদ্ধবিমানের লড়াই দেখা গেছে। যেখানে চায়নার নির্মিত জে-১০ ফাইটার দিয়ে ভারতীয় দুটি যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান বলে জানিয়েছে খোদ অ্যামেরিকা। যদিও দিল্লি এই বিষয়ে কোন স্বাকারোক্তি দেয়নি। তারমানে ফাইটার জেটের সমান্তরালে ড্রোনও প্রতিপক্ষের জন্য মূর্তিমান হুমকি হয়ে উঠতে পারে।

গত বুধবার পাকিস্তানে ভারতীয় হামলার মধ্যদিয়ে শুরু হওয়া যুদ্ধ শনিবার ব্যাপক সংঘাতের দিকে মোড় নেয়। বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করতে থাকেন সর্বাত্মক একটিযুদ্ধের।আর সেদিন রাতেই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা করেন দুইদেশের মধ্যকার যুদ্ধবিরতির।

আকস্মিক এই যুদ্ধবিরতির পেছেন কারণ খুঁজতে গিয়ে সূত্রের বরাতে সিএনএন জানতে পেরেছে, ভীষণ উদ্বেগজনক গোয়েন্দা তথ্য পাওয়ার পরই পাকিস্তানের সঙ্গে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতিতে যেতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

তবে ঠিক কি তথ্য পাওয়া গেছে সেই বিষয় কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী পরমাণু অস্ত্রের বিষয়ে সিদ্ধান্ত নিতে ন্যাশনাল অথরিটি কমান্ডের জরুরি বৈঠক ডাকার পর টনক নড়ে ট্রাম্প প্রশাসনের। ভ্যান্স সরাসরি টেলিফোন করেন মোদিকে।

এদিকে যুদ্ধবিরতি ভঙ্গ করার নয়াদিল্লির অভিযোগ অস্বীকার করেছে ইসালামাবাদ। পাকিস্তান পাল্টা অভিযোগ করছে ভারত যুদ্ধবিরতি ভেঙেছে।

বিশ্বের অনেক দেশই অ্যামেরিকায় মধ্যস্ততায় দুই প্রতিবেশির মাঝে যুদ্ধবিরতিতে সন্তোষ প্রকাশ করেছে। এই অঞ্চলে সংকট উত্তরণে গঠনমূলক আলোচনায় ভূমিকা রাখার প্রস্তাব দিয়েছে ওআইসি এবং চীন।