নিউ ইয়র্ক সিটির সাবওয়ে স্টেশনের রুট পরিবর্তন, যেখানে থামবে ট্রেন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৮ ২০২৫, ৯:৫৪

নিউ ইয়র্ক সিটির একটি স্টেশনে সাবওয়ে ট্রেন চলার চিত্র। ছবি: রয়টার্স

নিউ ইয়র্ক সিটির একটি স্টেশনে সাবওয়ে ট্রেন চলার চিত্র। ছবি: রয়টার্স

  • 0

এখন থেকে এফ লাইনের ট্রেনগুলো কুইন্স প্লাজা, কোর্ট স্কয়ার-২৩ স্টেশন, লেক্সিংটন অ্যাভিনিউ/৫৩ স্টেশন ও ৫ অ্যাভিনিউ/৫৩ স্টেশনে থামবে। এ স্টেশনগুলোতে আগে এম লাইনের ট্রেন থামত।

নিউ ইয়র্ক সিটির বেশ কয়েকটি স্টেশনে রুট অদল-বদল করেছে সাবওয়ে স্টেশনের এফ ও এম লেন।

আইউইটনেস নিউজ জানায়, সিক্সটি থার্ড অ্যান্ড লেক্সিংটন, ফিফটি থার্ড অ্যান্ড ফিফথ অ্যাভিনিউসহ জ্যাকসন হাইটস ও মিডটাউনের মধ্যবর্তী স্থানে মোট ৮টি স্টেশনে এ রুট অদল-বদল হবে।

এখন থেকে এফ লাইনের ট্রেনগুলো কুইন্স প্লাজা, কোর্ট স্কয়ার-২৩ স্টেশন, লেক্সিংটন অ্যাভিনিউ/৫৩ স্টেশন ও ৫ অ্যাভিনিউ/৫৩ স্টেশনে থামবে। এ স্টেশনগুলোতে আগে এম লাইনের ট্রেন থামত।

অন্যদিকে এফ লাইনের ট্রেনগুলোর পরিবর্তে এম লাইনের ট্রেন এখন ২১-স্টেশন কুইন্সব্রিজে, রুজভেল্ট আইল্যান্ড, লেক্সিংটন অ্যাভিনিউ সিক্সটি থ্রি স্টেশন ও ৫৭ স্টেশনে থামবে।

মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি-এমটিএ কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে চলমান কুইন্স বুলেভার্ড লাইনে ভিড় ও বিলম্ব এড়াতে রুট অদল-বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমটিএর চেয়ারম্যান ও সিইও জানো লিয়েবার বলেন, কুইন্স প্লাজাতে একটি সংকীর্ণ সংযোগস্থল আছে, যা ক্রসিংয়ের সময় অসুবিধা সৃষ্টি করে। ফলে বিলম্ব হয়।

রুট অদল-অদলবদল হওয়ায় এখন আর ক্রসিংয়ের সমস্যায় পড়তে হবে না বলে জানায় কর্তৃপক্ষ।

এ সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাবওয়ে ট্রেনে নিয়মিত যাতায়াত করা যাত্রীরা।

নাইম ব্যানসফিল্ড নামের এক যাত্রী বলেন, আমরা ভীষণ পছন্দ করেছি সিদ্ধান্তটি। এখন থেকে ট্রেনে কম সময় থাকতে হবে।আমরা হয়তো দ্রুত বাড়ি পৌঁছাতে পারব।