প্রয়াত অ্যাঙ্গাস ক্লাউডের উদ্দেশে গাইলেন বিলি আইলিশ

টিবিএন ডেস্ক

আগস্ট ৪ ২০২৩, ২০:৪২

মঞ্চে পারফর্ম করছেন বিলি আইলিশ। ছবি: সংগৃহীত

মঞ্চে পারফর্ম করছেন বিলি আইলিশ। ছবি: সংগৃহীত

  • 0

প্রয়াত টিভি তারকা অ্যাঙ্গাস ক্লাউডের উদ্দেশে নিজের একটি পার্ফরম্যান্স উৎসর্গ করেছেন পপ তারকা বিলি আইলিশ। শিকাগোর লোলাপালুজা মিউজিক ফেস্টিভ্যালে ক্লাউডের জন্য গান তিনি।

এইচবিওর জনপ্রিয় টিভি সিরিজ ‘ইউফোরিয়া’তে ফেজকো চরিত্রে অভিনয় করা তারকা অ্যাঙ্গাস ক্লাউড মারা যান ৩১ জুলাই।

তাকে শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার আইলিশ মঞ্চে পরিবেশন করেন ‘নেভার ফেল্ট সো আলোন’ গানটি।

গানটি ক্লাউড অভিনীত সিরিজ ইউফোরিয়াতে বেশ কয়েকবার ব্যবহৃত হয়েছে।

আরও পড়ুন: চলে গেলেন ‘ইউফোরিয়া’-তারকা অ্যাঙ্গাস ক্লাউড

বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটি জানিয়েছে, গানটি শেষে আইলিশ দর্শকদের উদ্দেশে তার মাইক্রোফোনে বলেন, ‘রেস্ট ইন পিস অ্যাঙ্গাস ক্লাউড’।

ইউফোরিয়া সিরিজে একজন মাদক ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন ক্লাউড। তার মৃত্যুর কোনো কারণ জানায়নি পরিবার।

পুলিশ তার মৃত্যুর কারণ নিয়ে তদন্ত করছে।


0 মন্তব্য

মন্তব্য করুন