নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের একটি সড়কে রবিবার শুরুর সময়ে বাহুতে গুলিবিদ্ধ এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাহিনীটির বরাত দিয়ে এনওয়াই ডেইলি নিউজ জানায়, ৩৪ বছর বয়সী ওই ব্যক্তির ডান বাহুতে গুলি করা হয়। ব্রাউনসভিলের রিভারডেইল অ্যাভিনিউ ও অসবর্ন স্ট্রিটের কাছে রাত তিনটার দিকে তিনি গুলিবিদ্ধ হন।
গুলির খবর পেয়ে স্বাস্থ্যকর্মীরা দ্রুত ব্রুকডেইল ইউনিভার্সিটি হসপিটালে নেন ভুক্তভোগীকে, কিন্তু তাকে বাঁচানো যায়নি।
ভুক্তভোগীর নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তাকে হত্যার ঘটনায় কাউকে আটকও করা হয়নি।