নিউ ইয়র্ক সিটির কুইন্সে ২৮ বছর বয়সী এক নারীর ওপর পাশবিক হামলা চালিয়েছেন তিন পুরুষ।
পুলিশের একটি সূত্র এনওয়াই ডেইলি নিউজকে জানায়, হামলাকারীরা ওই নারীকে এলজিবিটিকিউবিদ্বেষী গালিগালাজ করেন। তাদের একজন ওই নারীর গলা চেপে ধরেন। এর একপর্যায়ে ভুক্তভোগী জ্ঞান হারিয়ে ফেলেন।
ঘটনাটিকে সম্ভাব্য বিদ্বেষপ্রসূত অপরাধ হিসেবে তদন্ত করছে পুলিশ।
ডেইলি নিউজের প্রতিবেদনে জানানো হয়, ভুক্তভোগী ও তার হামলাকারীরা পরস্পরের পরিচিত ছিলেন। ফার রকঅ্যাওয়ে এলাকায় বুধবার রাত সাড়ে আটটার দিকে হামলাকারীদের সঙ্গে ওই নারীর তর্কাতর্কি শুরু হয়। এর একপর্যায়ে হামলাকারীরা ভুক্তভোগীকে কিল মারতে থাকেন। তাদের একজন জ্ঞান হারানোর আগ পর্যন্ত ওই নারীর গলা চেপে রাখেন।
পুলিশের সূত্রগুলো জানায়, ভয়াবহ হামলার সময় তিন পুরুষ ওই নারীকে গালিগালাজ করেন।
ঘটনাস্থল থেকে প্রায় দুই মাইল দূরে কুইন্সের আরভার্ন এলাকায় থাকেন ভুক্তভোগী। তাকে সেন্ট জন’স হসপিটালে ভর্তি করা হয়েছে।
নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি হেইট ক্রাইম টাস্ক ফোর্স ‘সম্ভাব্য পক্ষপাতদুষ্ট ঘটনা’ হিসেবে হামলাটিকে তদন্ত করছে।
হামলার শিকার নারী ট্রান্সজেন্ডার কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।