কুইন্সে ফায়ারবোম্বিংয়ের অভিযোগে গ্রেফতার ১

টিবিএন ডেস্ক

মে ২৬ ২০২৩, ১৭:৫২

কুইন্সের এই ভবনের ছাদে বিস্ফোরণের শব্দে অভিযানে যায় পুলিশ। ছবি: এবিসিসেভেন

কুইন্সের এই ভবনের ছাদে বিস্ফোরণের শব্দে অভিযানে যায় পুলিশ। ছবি: এবিসিসেভেন

  • 0

নিউ ইয়র্ক সিটির কুইন্সে ফায়ারবোম্বিংয়ে জড়িত থাকার অভিযোগে এক জনকে গ্রেফতার করা হয়েছে।

কুইন্সের রিজউড সেকশন থেকে ৩৫ বছর বয়সী অ্যাঞ্জেল কোলনকে বৃহস্পতিবার গ্রেফতার করে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)।

পুলিশ জানায়, ওই এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার সকালে একটি আবাসিক ভবনের ছাদ থেকে বিস্ফোরণের শব্দ পায়। খবর পেয়ে সেখানে গিয়ে তল্লাশি চালায় পুলিশ।

অফিসাররা সেখানে দুই লিটারের একটি বিস্ফোরিত পেপসির বোতল খুঁজে পায়। ঘটনাস্থলের কাছাকাছি তারা আরও একটি প্লাস্টিক বোতল খুঁজে পান।

পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে,তাদের কাছে সন্দেহভাজনের ফায়ারবোম্ব তৈরির সময়ের ফুটেজ আছে। তাতে দেখা গেছে বোমাটি ওই ভবনের ছাদ লক্ষ্য করে ছোড়া হয়েছে।

ফায়ারবোম্বিংয়ে কেউ হতাহত হননি। এর কারণ তদন্তে কোলনকে হেফাজতে রেখেছে পুলিশ।


0 মন্তব্য

মন্তব্য করুন