তিন দেশ সফরে বাইডেন

টিবিএন ডেস্ক

জুলাই ৯ ২০২৩, ২২:০২

বৃটেইন সফরে যাচ্ছেন অ্যামেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

বৃটেইন সফরে যাচ্ছেন অ্যামেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

  • 0

ইউক্রেইনে অ্যামেরিকার ক্লাস্টার বোমা সরবরাহ নিয়ে ইউএসের মিত্র দেশগুলোর অস্বস্তি প্রকাশের মধ্যেই ইউরোপ সফরে বেড়িয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি রোববার বৃটেইনের উদ্দেশে রওনা হয়েছেন।

সেখানে সোমবার বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। এরপর রাজা চার্লসের সঙ্গে দেখা করতে উইন্ডসর ক্যাসেলে যাবেন।

নেইটো সামিটে যোগ দিতে পরদিন লিথুনিয়ার উদ্দেশে যাত্রা করবেন বাইডেন। সেখানে দুইদিন কাটিয়ে নেইটোর নতুন সদস্য রাষ্ট্র ফিনল্যান্ডে যাবেন।

ইউক্রেইনে ক্লাস্টার বোমা সরবরাহের বিষয়টি গত শুক্রবার নিশ্চিত করেছেন ইউএস প্রেসিডেন্ট।

তিনি জানান, ইউক্রেইনের গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে বলে এই ‘কঠিন’ সিদ্ধান্ত নিয়েছেন। এটি ইউক্রেইনে ৮০০ মিলিয়ন ডলার মূল্যের সামরিক সহায়তা প্যাকেজের অংশ।

বাইডেনের এই সিদ্ধান্তের বিষয়ে বৃটেইন, ক্যানাডা, নিউজিল্যান্ড ও স্পেন পরিষ্কার জানিয়েছে, তারা এ অস্ত্র ব্যবহারের বিরোধী।

বৃটেইনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, ‘ক্লাস্টার যুদ্ধাস্ত্র বিষয়ে কনভেনশনে সই করা ১২৩টি দেশের মধ্যে আমাদের দেশ একটি, যারা এ জাতীয় অস্ত্র উৎপাদন বা ব্যবহার নিষিদ্ধ করেছে।’


0 মন্তব্য

মন্তব্য করুন