ভারতের মুম্বাইয়ের পোওয়াই এলাকায় এক ব্যক্তির হাত থেকে ১৭টি শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
এ জিম্মির ঘটনায় অভিযুক্ত রোহিত আর্য পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।
পুলিশের বরাতে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, শিশুদের উদ্ধার অভিযানের সময় এয়ার গান দিয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালান আর্য। প্রতিক্রিয়ায় তাকে লক্ষ্য করে একটি গুলি ছোড়ে পুলিশ।
বাহিনীটি জানায়, গুলিটি আর্যর বুকের ডান পাশে বিদ্ধ হয়। তার মৃত্যু হয় চিকিৎসাকালে। জেজে হাসপাতালে তার মরদেহের ময়নাতদন্ত হয়।
নাটকীয় এ মুখোমুখি অবস্থানের শুরুটা হয় ‘আরএ স্টুডিওস’ নামের ছোট এক ফিল্ম স্টুডিওর ভেতর। ছোট ছোট শিশুদের ‘অডিশনের’ নামে স্টুডিওতে ডেকে নেন আর্য।
পুলিশের তথ্য অনুযায়ী, শিশুদের সবার বয়স আট থেকে ১৪ বছরের মধ্যে। অক্ষত অবস্থায় উদ্ধারের আগে প্রায় দুই ঘণ্টা জিম্মি রাখা হয় শিশুদের।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে পোওয়াই থানার একটি দলের কাছে কল আসে। এর ভিত্তিতে দলটি দ্রুত ঘটনাস্থলে যায়।
ঘটনাস্থলে গিয়ে জিম্মিকারীর সঙ্গে পুলিশের দেন-দরবার শুরু হয়, কিন্তু তিনি শিশুদের ছাড়তে রাজি হননি।
জিম্মিকারী শিশুদের ক্ষতির হুমকি দিলে পুলিশের দলটি শৌচাগার দিয়ে জোর করে ঢুকে ১৭ শিশুকে উদ্ধার করে।