কুইন্সের বাসা থেকে অর্থসহ প্রায় ৫ লাখ ডলারের মালামাল চুরি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৫ ২০২৫, ২৩:০৬ হালনাগাদ: নভেম্বর ১ ২০২৫, ২৩:৪২

এনওয়াইপিডি সন্দেহভাজনের ছবি প্রকাশ করে। ছবি: অ্যামএনওয়াই

এনওয়াইপিডি সন্দেহভাজনের ছবি প্রকাশ করে। ছবি: অ্যামএনওয়াই

  • 0

প্রায় চার মাস আগে ফ্রেশ মিডোস এলাকার ওই ঘটনায় জড়িত ব্যক্তিকে খুঁজছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।

নিউ ইয়র্ক সিটির কুইন্সের একটি বাসা থেকে নগদ অর্থসহ প্রায় পাঁচ লাখ ডলার সমমূল্যের মালামাল চুরির ঘটনা ঘটেছে।

প্রায় চার মাস আগে ফ্রেশ মিডোস এলাকার ওই ঘটনায় জড়িত ব্যক্তিকে খুঁজছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।

অ্যামএনওয়াই জানায়, গত ২ মে, শুক্রবার রাতে ইউনিয়ন টার্নপিক থেকে এক ব্লক দক্ষিণে চেভি চেজ স্ট্রিট ও ৮০তম সড়কের কাছের বাড়িটিতে চুরি হয়। এর পর থেকে ফ্রেশ মিডোসে অবস্থিত ১০৭তম থানার পুলিশ সদস্যরা তাকে ধরতে তৎপরতা চালাচ্ছে।

পুলিশ জানায়, অনুপ্রবেশকারী রান্নাঘরের পেছনের জানালা ভেঙে বাড়িটিতে অবৈধভাবে প্রবেশ করেন।

ভেতরে ঢুকে তিনি বেডরুমের আলমারি থেকে স্বর্ণালংকার, ব্যাগ ও ব্যাংকের কার্ডসহ বিভিন্ন মালামাল চুরি করেন।

পুলিশ শুক্রবার জানায়, ব্যক্তিগত সম্পত্তিগুলোর আনুমানিক মূল্য এক লাখ ৯২ হাজার ডলার। এর বাইরে প্রায় তিন লাখ ডলার নগদ অর্থ চুরি করেন ওই ব্যক্তি।

বিভিন্ন মালামাল নিয়ে বেজমেন্ট গিয়ে নিরাপত্তা ক্যামেরা ব্যবস্থা সরিয়ে দেন চুরি করতে আসা ব্যক্তি। এরপর অজ্ঞাত গন্তব্যের দিকে ছুটে যান তিনি।

চুরির সময় কেউ আহত হননি।

এনওয়াইপিডি সন্দেহভাজনের নজরদারি ভিডিও থেকে ধারণ করা ছবি প্রকাশ করেছে।

কিছু ছবিতে সন্দেহভাজনকে পোলো শার্টের সঙ্গে কালো জ্যাকেট, নীল প্যান্ট ও সাদা স্নিকার পরে ফাস্ট ফুড রেস্তোরাঁয় দেখা যায়।

অন্য ছবিগুলোতে বাণিজ্যিক একটি স্থাপনায় সাদা টি শার্টের ওপর কালো হুডওয়ালা শার্ট, কালো প্যান্ট ও কালো বেসবল ক্যাপ পরা অবস্থায় পাওয়া যায় তাকে।

এ ব্যক্তিকে গ্রেপ্তারে সহায়ক তথ্য দিলে সর্বোচ্চ সাড়ে তিন হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ।

এ সংক্রান্ত যেকোনো তথ্য পেলে এনওয়াইপিডির ক্রাইম স্টপার্স হটলাইন ১-৮০০-৫৭৭-টিআইপিএস (৮৪৭৭) অথবা স্প্যানিশে ১-৮৮৮-৫৭-পিআইএসটিএ (৭৪৭৮২) নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া ক্রাইম স্টপার্স ওয়েবসাইটে crimestoppers.nypdonline.org লগইন করে বা এনওয়াইপিডিটিপস নামের এক্স অ্যাকাউন্টেও তথ্য দেওয়া যাবে।