ঐতিহাসিক কবরস্থান ভেঙে পার্কিং লট বানাচ্ছে ইরান সরকার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬ ২০২৫, ১১:১৪

স্যাটেলাইট ছবিতে দেখা যায় জমিটি নতুনভাবে পাকা করা হচ্ছে। ছবি: টাইমস অফ ইন্ডিয়া

স্যাটেলাইট ছবিতে দেখা যায় জমিটি নতুনভাবে পাকা করা হচ্ছে। ছবি: টাইমস অফ ইন্ডিয়া

  • 0

কবস্থানের ৪১ নম্বর লটটি দীর্ঘদিন ধরে ভিন্নমতাবলম্বী, রাজতন্ত্রবাদী, কমিউনিস্ট এবং অন্যান্যদের সমাধিস্থল হিসেবে পরিচিত।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাজার হাজার মানুষকে সমাহিত করা হয় তেহরানের বৃহত্তম কবরস্থান বেহেশত-ই জাহরাতে।

ওই কবরস্থানের ৪১ নম্বর অংশটি পার্কিং লট তৈরির জন্য পাকা করা হচ্ছে বলে উঠে এসেছে স্যাটেলাইট চিত্রে। বেহেশত-ই জাহরা কবস্থানের ৪১ নম্বর লটটি দীর্ঘদিন ধরে ভিন্নমতাবলম্বী, রাজতন্ত্রবাদী, কমিউনিস্ট এবং অন্যান্যদের সমাধিস্থল হিসেবে পরিচিত, যাদেরকে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার প্রাথমিক বছরগুলোতে ফায়ারিং স্কোয়াডে হত্যা করা হত অথবা ফাঁসিতে ঝুলানো হত।

অ্যামেরিকা ভিত্তিক কোম্পানি প্ল্যানেট ল্যাবস থেকে প্রাপ্ত স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে যে আগস্ট মাসে জমিটি নতুনভাবে পাকা করা হচ্ছে, যেখানে ট্রাক এবং ডামারের স্তূপ করা হয়েছে।

সংবাদ মাধ্যম শার্গ জানায়, কবরস্থানের কর্মকর্তারা বলছেন যে পার্কিংটি দর্শনার্থীদের কাছের একটি অংশে যাওয়ার সুযোগ করে দেবে যেখানে কর্তৃপক্ষ সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘর্ষের নিহতদের কবর দেওয়ার পরিকল্পনা করছে।

বার্তা সংস্থা এপি জানায়, তেহরানের ডেপুটি মেয়র দাউদ গৌদারজি গত সপ্তাহে নিশ্চিত করেছেন যে জমিটি পার্কিং স্পেসে রূপান্তরিত করা হচ্ছে। তিনি সেখানে সমাহিতদের "প্রাথমিক বিপ্লবের ভণ্ড" হিসাবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে প্রকল্পটি "একটি সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী চলছে।

এই পদক্ষেপের সমালোচনা করেছে দেশটির অধিকার কর্মী এবং আইনজীবীরা। জাতিসংঘের বিশেষ দূত বলেছেন যে এই ধ্বংসযজ্ঞ ইরানের গণহত্যার প্রমাণ মুছে ফেলার এবং পরিবারগুলোকে শোক প্রকাশে বাধা দেয়ার একটি অংশ।