খাবার চাইতে গিয়ে গুলিতে প্রাণ হারালেন ফুটবল তারকা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৭ ২০২৫, ৭:০০ হালনাগাদ: ডিসেম্বর ৪ ২০২৫, ১২:০৩

ফুটবল তারকা সুলেমান আহমেদ জায়েদ আল-ওবাইদ। ছবি: প্রেস টিভি

ফুটবল তারকা সুলেমান আহমেদ জায়েদ আল-ওবাইদ। ছবি: প্রেস টিভি

  • 0

২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালে টানা তিন মৌসুমে গোল্ডেন বুট পুরষ্কার যেতেন ফিলিস্তিনের ‘পেলে’ খ্যাত এই তারকা ফুটবলার।

খাবারের অপেক্ষায় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছিলেন ফিলিস্তিনি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সুলেমান আহমেদ জায়েদ আল-ওবাইদ। তবে খাবার পাওয়া হয়নি তার। গুলি করে তাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘দক্ষিণ গাজায় মানবিক সাহায্যের অপেক্ষায় থাকা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের জাতীয় দলের সাবেক খেলোয়াড় সুলেইমান আল-ওবাইদ নিহত হয়েছেন।

পিএফএ আরও জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় নিহত ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে ৬৬২ তম সদস্য হলেন এই ফুটবল তারকা।

প্রেস টিভি জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণে ফিলিস্তিনি ফুটবলাররা সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। ইসরায়েলের হাতে নিহত তৃতীয় ফিলিস্তিনি জাতীয় দলের খেলোয়াড় আল-ওবাইদ। ২০২৪ সালের জানুয়ারি এবং মার্চ মাসে যথাক্রমে মুয়িন আল-মাগরিবি এবং মোহাম্মদ বারাকাতকে হত্যা করে ইসরায়েল।

একজন প্রতিভাবান ফরোয়ার্ড এবং উইঙ্গার, আল-ওবাইদ ২০০০ সালের গোড়ার দিকে খ্যাতি অর্জন করেন এবং এক দশকেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের সবচেয়ে প্রশংসিত খেলোয়াড়দের একজন ছিলেন।

২০১০ সালে পশ্চিম এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপে ইয়েমেনের বিপক্ষে তিনি ফিলিস্তিনের হয়ে তার প্রথম আন্তর্জাতিক গোলটি করেন।

দীর্ঘ ক্যারিয়ারে, আল-ওবাইদ ১০০ টিরও বেশি গোল করেছেন, যা তাকে ফিলিস্তিনি ফুটবলের উজ্জ্বলতম তারকাদের একজন করে তুলেছে।

২০১২ সালের এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) চ্যালেঞ্জ কাপ বাছাইপর্ব এবং ২০১৪ সালের বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন আল-ওবাইদ।

২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালে টানা তিন মৌসুমে গাজা স্ট্রিপ প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট পুরষ্কার যেতেন ফিলিস্তিনের ‘পেলে’ খ্যাত এই তারকা ফুটবলার।

২০২৩ সাল থেকে, ইসরায়েল কেবল গাজার অবকাঠামো, হাসপাতাল এবং স্কুল ধ্বংস করেনি পাশাপাশি দেশটির জাতীয় পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ ফিলিস্তিনের ক্রীড়া খাতকেও পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

চলতি বছরের ২৯ জুলাই প্রকাশিত এক বিবৃতিতে ফিলিস্তিনি অলিম্পিক কমিটি (পিওসি) জানিয়েছে, শুধুমাত্র জুলাই মাসেই, ইসরায়েলি সরকার গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে ৪০ জন ফিলিস্তিনি ক্রীড়াবিদকে হত্যা করেছে।