বাড়িতে ডেকে নিয়ে পুলিশের ওপর বন্দুক হামলা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৮ ২০২৫, ১২:৩০ হালনাগাদ: নভেম্বর ১১ ২০২৫, ৮:২৬

ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের অতিরিক্ত ইউনিট। ছবি: ফক্স নিউজ

ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের অতিরিক্ত ইউনিট। ছবি: ফক্স নিউজ

  • 0

কর্মকর্তারা ট্রেমনটনের ওই বাসভবনে পৌঁছালে সন্দেহভাজন ব্যক্তি সরাসরি তাদের ওপর গুলি চালায়।

ইউটাহর ট্রেমন্টনের একটি বাড়িতে রোববার গভীর রাতে পারিবারিক কলহের খবর পায় পুলিশ। খবরে সাড়া দিয়ে ঘটনাস্থলে পৌঁছালে তিনজন পুলিশ অফিসার গুলিবিদ্ধ হয়ে আহত হন বলে জানায় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা।

এবিসি নিউজ জানায়, ব্রিগহাম সিটি পুলিশ ডিপার্টমেন্টের ডিটেকটিভ করক্রিস্টাল বেক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, গুলি চালানোর ঘটনায় একজন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

তবে ঘটনাস্থলে গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি বেক।

ঘটনার বর্ণনায় বেক জানান, কর্মকর্তারা ট্রেমনটনের ওই বাসভবনে পৌঁছালে সন্দেহভাজন ব্যক্তি সরাসরি তাদের ওপর গুলি চালায়। প্রাথমিকভাবে উপস্থিত অফিসাররা অতিরিক্ত ইউনিটের জন্য সাহায্য ডেকে পাঠান। তবে এরপরেই রেডিও কলে তাদের সাড়া দেওয়া বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, অতিরিক্ত ইউনিটের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং সন্দেহভাজন ব্যক্তিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। হামলাকারীর নাম বা হামলার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি পুলিশ।

বেক জানান, হামলার ঘটনায় কোনো বেসামরিক ব্যক্তি আহত হয়নি। এবং বর্তমানে জনসাধারণের জন্য কোনও হুমকি নেই।

তবে নিরাপত্তার স্বার্থে এখনও ঐ এলাকায় ‘শেল্টার ইন প্লেস’ অবস্থাজারি আছে বলে জানিয়েছেন বেক।