নিউ ইয়র্ক পুলিশে চাকরি, সাড়ে ৫ বছর পর দ্বিগুণের বেশি বেতন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩ ২০২৫, ১৯:৪৬ হালনাগাদ: ডিসেম্বর ৩ ২০২৫, ২৩:২৪

এনওয়াইপিডির ইমার্জেন্সি সার্ভিস ইউনিটের তিন কর্মকর্তা। ছবি: উইকিমিডিয়া কমন্স

এনওয়াইপিডির ইমার্জেন্সি সার্ভিস ইউনিটের তিন কর্মকর্তা। ছবি: উইকিমিডিয়া কমন্স

  • 0

এনওয়াইপিডির ভেরিফায়েড ফেসবুক পেজে রবিবার এ সংক্রান্ত ছবিসহ একটি পোস্ট দেওয়া হয়।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।

ভেরিফায়েড ফেসবুক পেজে রবিবার এ সংক্রান্ত ছবিসহ একটি পোস্ট দেওয়া হয়।

পোস্টের ক্যাপশনে জানানো হয়, পুলিশ কর্মকর্তা নিয়োগ পরীক্ষা হচ্ছে আগস্টে। এখনই বিনা মূল্যে নিবন্ধন করা যাবে।

এতে আরও বলা হয়, ১৪ আগস্ট নাগাদ সাইন আপ করা যাবে। এ সংক্রান্ত আরও তথ্য কিংবা নিয়োগকারীর সঙ্গে চ্যাটের জন্য NYPDRECRUIT.com নামের সাইট ভিজিট কিংবা ২১২-রিক্রুট নম্বরে কল করার আহ্বান জানানো হয়েছে।

এনওয়াইপিডির পোস্টের সঙ্গে যে ছবিটি যুক্ত করা হয়েছে, তাতে লেখা আছে পুলিশ কর্মকর্তারা শুরুতে বেতন পাবেন ৬০ হাজার ৮৮৪ ডলার। চাকরির সাড়ে পাঁচ বছর পর সেটি বাড়াবে দাঁড়াবে ১ লাখ ২৬ হাজার ৪১০ ডলারে।

ছবিতে আরও জানানো হয়, কারও কলেজ ক্রেডিট ২৪ হলেই তিনি আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবেন।