চাকরিতে বয়সসীমা না বাড়ানোর ইঙ্গিত বাংলাদেশের প্রধানমন্ত্রীর

টিবিএন ডেস্ক

মে ১৫ ২০২৩, ১৮:৪৭

গণভবনে সোমবার বিকেলের সংবাদ সম্মেলনে শেখ হাসিনা। ছবি: বিটিভি

গণভবনে সোমবার বিকেলের সংবাদ সম্মেলনে শেখ হাসিনা। ছবি: বিটিভি

  • 0

বাংলাদেশে সরকারি চাকরির বয়সসীমা বাড়ানো হবে না বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাম্প্রতিক জাপান, অ্যামেরিকা ও বৃটেইন সফর সম্পর্কে সংবাদমাধ্যমকে অবহিত করতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সোমবার বিকাল ৪টায় এ সংবাদ সম্মেলন শুরু হয়।

সরকারি চাকরির বয়সসীমা ৩০ থেকে বাড়ানো হবে কি না- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘একবার খুব আন্দোলন-টান্দোলন সবাই করল। আমরা একটা হিসাব নিলাম, ২৪-২৫ বছরের একটা ছেলে-মেয়ে যখন পরীক্ষা দেয়, তার যে রেজাল্ট আসে, ওই ৩০ বছর পর্যন্ত চাকরি দিলেও… ওই ৩০ বছরের একজন যখন পরীক্ষা দেয়, সে কিন্তু বেশিরভাগ ফেইল করে। তার ওই রেজাল্ট আসে না। আমি পুরা চার্ট বের করে নিয়ে আসছিলাম।'

আরও পড়ুন: স্যাংশনের ভয়ে থাকব না, নিজেদের শক্তিতে চলব: শেখ হাসিনা 

‘কাজ করার দক্ষতা থাকতে হবে, পাস করারও তো একটা সময় থাকে!’ 

তিনি আরও বলেন, ‘যারা কোভিডের কারণে পরীক্ষা দিতে পারেননি তাদের বয়স ক্ষেত্রবিশেষে শিথিল করা হয়েছে।’


0 মন্তব্য

মন্তব্য করুন