নিউ ইয়র্ক সিটির কুইন্সের একটি অ্যাপার্টমেন্টে শনিবার পরস্পরকে ছুরিকাঘাত করে আহত হয়েছে এক যুগল, যাদের হাসপাতালে ভর্তি করেছে ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনওয়াই ডেইলি নিউজ।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, নগরে পাঁচ ঘণ্টার মধ্যে এ নিয়ে দুটি রক্তাক্ত হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।
সর্বশেষ সহিংসতায় আহত দুজন হলেন ২৭ বছর ও ২৪ বছর বয়সী দুই পুরুষ।
পুলিশ জানায়, ফ্লাশিং এলাকার পারসন্স বোলেভার্ডের কাছে জুয়েল এভিনিউতে নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটির পোমোনক হাউজেজের অ্যাপার্টমেন্টে ছিল ওই যুগল। শনিবার ভোররাত চারটার দিকে তারা তর্কাতর্কি শুরু করেন।
বাহিনীটি আরও জানায়, তর্কাতর্কির মধ্যে প্রথমে একজন ছুরি বের করেন। পরে ছুরি নিয়ে একে অপরের ওপর হামলা চালান তারা।
পুলিশ জানায়, বাহিনীর সদস্যরা বাসাটিতে যাওয়ার পর দুজনকে একাধিক ছুরিকাঘাতে আহত অবস্থায় পান।
ইএমএস উভয় ভুক্তভোগীকে নিউ ইয়র্ক প্রেসবিটেরিয়ান-কুইন্স হাসপাতালে ভর্তি করে।
দুজনের মধ্যে কম বয়সীকে অস্ত্রোপচার কক্ষে পাঠানো হয়। তিনি গুরুতর আহত হলেও স্থিতিশীল অবস্থায় ছিলেন। বেশি বয়সী ভুক্তভোগীও স্থিতিশীল অবস্থায় ছিলেন।
হামলায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। দ্বন্দ্বের কারণ খুঁজছেন গোয়েন্দারা।
ঘটনা সংশ্লিষ্ট পুলিশের একটি সূত্র জানায়, অ্যাপার্টমেন্টটিতে এর আগে পারিবারিক সহিংসতার কোনো ঘটনা নেই।
এ ঘটনার পাঁচ ঘণ্টা আগে ব্রুকলিনের সানসেট পার্কের একটি বাড়ির বেইজমেন্টে আহত অবস্থায় পাওয়া যায় ৫৩ বছর বয়সী দুই ব্যক্তিকে।
পুলিশ জানায়, আহত একজনের ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত ছিল। অন্যজনের মাথায় গভীর ক্ষত ছিল।
আহত দুজনকেই ভর্তি করা হয় এনওয়াইইউ ল্যাঙ্গন হসপিটাল-ব্রুকলিনে। তাদের মধ্যে ঘাড়ে আঘাত পাওয়া ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। অন্যজন সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে।
নিউ ইয়র্ক সিটির দুটি ঘটনার কোনোটিতেই মামলা করা হয়নি।