কুইন্সে একটি ভবনে থাকা সাইনবোর্ড ধসে দুই কিশোরীসহ তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিউ ইয়র্ক ডেইলি নিউজ জানিয়েছে,বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে বেলেরোজের টুফোরফাইভ সেন্ট ও জেরিকো টার্নপাইকের কাছে ম্যানির হোম ফার্নিচারের সামনেরসাইনবোর্ডটি ভেঙে পড়ার খবর পায় পুলিশ।
পুলিশ জানিয়েছে, সাইনবোর্ডটি নিচে পার্ক করা একটি জিপের ওপর ভেঙে পড়ে। এ সময় জিপে থাকা ১১ ও ১৩ বছর বয়সি দুজন কিশোরী আহত হয়। এ ছাড়া ২৫ বছর বয়সী এক যুবকের পিঠে আঘাত লেগেছে বলে জানা গেছে।
ইএমএস তাৎক্ষণিক আহত ব্যক্তিকে নর্থ শোর ইউনিভার্সিটির হসপিটালে নিয়ে যায়। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। অপর দুই কিশোরীকে কোহেন চিলড্রেন মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। ঐ দুই কিশোরীর অবস্থাও বর্তমানে স্থিতিশীল আছে।
কর্মকর্তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিষয়টি তদন্ত করছেন বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।