রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর অ্যামেরিকার উপকূলে আঘাত হানা শুরু করেছে সুনামি।
ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাট্মোস্পফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) জানিয়েছে, সুনামির প্রাথমিক ঢেউ আলাস্কায় আঘাত হানতে শুরু করেছে।
হাওয়াইতেও সুনামির ঢেউ পৌঁছেছে। সুনামির ফলে হালেইওয়াতে পানির স্তর ৪ ফুটেরও বেশি বেড়ে গেছে। হাওয়াই এবং আলাস্কার আলেউটিয়ান দ্বীপপুঞ্জের কিছু অংশে সুনামি সতর্কতা হিসেবে সর্বোচ্চ সতর্কতা স্তর - কার্যকর রয়েছে।
অ্যামেরিকার পশ্চিম উপকূলও সতর্কতার অধীনে রয়েছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে উপকূলে ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
গালগ নিউজের প্রকাশিত তথ্য অনুযায়ী সুনামির আঘাত হানার আনুমানিক সময় হচ্ছে-
ওরেগন এবং ওয়াশিংটন: প্রায় রাত ১১ টা ৩৫ মিনিটে।
ক্যালিফোর্নিয়া: রাত ১১ টা ৫০ মিনিটে।
সান ফ্রান্সিসকো বে: রাত ১২ টা ৪০ মিনিটে।
লস অ্যাঞ্জেলেস হারবার: রাত ১ টা।
কর্তৃপক্ষ পানির স্তরের ওঠানামা এবং সম্ভাব্য একাধিক ঢেউয়ের বিষয়ে ইতোমধ্যে সতর্ক করেছে। উপকূলীয় বাসিন্দাদের নিরাপদে সরে যেতে এবং সরকারি নির্দেশনা না পাওয়া পর্যন্ত উপকূলীয় এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।