যৌন হয়রানির অভিযোগে ভুয়া স্কুল ছাত্র গ্রেফতার

টিবিএন ডেস্ক

জুলাই ২২ ২০২৩, ১৪:০৮

অভিযুক্ত জ্যাচারি শেচ। ছবি: সংগৃহীত

অভিযুক্ত জ্যাচারি শেচ। ছবি: সংগৃহীত

  • 0

যৌন হয়রানির অভিযোগে নেব্রাস্কার ২৬ বছর বয়সী এক পুরুষকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, ওই ব্যক্তি নিজেকে ১৭ বছর বয়সী দাবি করে স্কুলে ভর্তি হয়ে ৫০ দিনেরও বেশি সময় ধরে পড়াশোনা করছিলেন। চলতি সপ্তাহে তাকে যৌন অপরাধের অভিযোগে গ্রেফতার করা হয়। তাকে ল্যাঙ্কাস্টার কাউন্টি জেলে রাখা হয়েছে।

তার বিরুদ্ধে দুটি যৌন নিপীড়নের অভিযোগ ও একটি নারীপাচারের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, জ্যাচারি শেচ নামে ব্যক্তিটি তার নাম গোপন করে জ্যাক হেস হিসেবে ২০২২-২৩ সেশনে লিংকনের দুটি হাই স্কুলে ভর্তি হন।

শেচ প্রথম সেমিস্টারে নর্থওয়েস্ট হাই স্কুলে ভর্তি হন। এরপর স্কুল পরিবর্তন করে দ্বিতীয় সেমিস্টারে সাউথইস্ট হাই স্কুলে পড়াশুনা করেন।

পুলিশ জানায়, শেচ ক্লাসের শিক্ষার্থীদের সঙ্গে মিশে যেতেন। সবার সঙ্গে সখ্য ছিল তার। স্কুলের ছাত্র পরিচয়ে শেচ ১৩ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের সঙ্গে মেসেজিং করে বিভিন্ন নোংরা ইঙ্গিত দিতেন। তিনি মেয়েদের কাছে ব্যক্তিগত ছবি চাইতেন।

একজন ব্যক্তি তার বিরুদ্ধে অভিযোগ করার পর তদন্ত শুরু হয়। এতে জানা যায়, শেচ ২০১৫ সালে লিংকন পাবলিক স্কুল থেকে স্নাতক শেষ করেছেন।


0 মন্তব্য

মন্তব্য করুন