রক্তাক্ত শিকাগো, ৩ ঘণ্টার ব্যবধানে শহরে তিনটি বন্দুক হামলা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১১ ২০২৫, ৭:৫০ হালনাগাদ: নভেম্বর ২৮ ২০২৫, ১১:০৩

কয়েক ঘণ্টার ব্যধানে তিনটি বন্দুক হামলার ঘটনায় আতঙ্কিত শহরের বাসিন্দারা। ছবি: এবিসি নিউজ

কয়েক ঘণ্টার ব্যধানে তিনটি বন্দুক হামলার ঘটনায় আতঙ্কিত শহরের বাসিন্দারা। ছবি: এবিসি নিউজ

  • 0

গুলি চালানোর ঘটনাগুলো একটি অপরটির সাথে যুক্ত কিনা সে বিষয়ে এখনও পুলিশ কোন মন্তব্য করেনি। পুলিশ জানিয়েছে হামলাগুলোর কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে।

শিকাগোতে রবিবার ভোরে তিন ঘণ্টার কম সময়ের ব্যবধানে তিনটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। হামলায় এক নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন।

শিকাগো পুলিশ ডিপার্টমেন্ট জানায়, শহরের ওয়েস্ট সাইডেঅস্টিনের নর্থ লা ক্রস অ্যাভিনিউতে স্থানীয় সময় ভোর ২টা ৪৮ মিনিটের ঠিক আগে গুলি চালানোর ঘটনা ঘটে। এসময় সেখানে একটি সমাবেশ চলছিল।

পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ছয়জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। এসময় পিঠে গুলিবিদ্ধ অবস্থায় ২২ বছর বয়সী এক নারীকে শিকাগোর মাউন্ট সিনাই হসপিটালে নেওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। তবে তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীর নাম প্রকাশ করা হয়নি।

এই ঘটনায় আরও পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন, যার মধ্যে দুজন ১৮ বছর বয়সী এবং একজন ১৭ বছর বয়সী তরুণ রয়েছেন। এছাড়া ২৯ বছর বয়সী একজন পুরুষ ও একজন নারীও আহত হয়েছেন। আহতরা শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এ দিকে রোববার সকালে শিকাগোর একই এলাকায় কমপক্ষে আরও দুটি গুলি চালানোর ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, নর্থ লা ক্রস অ্যাভিনিউ থেকে প্রায় তিন ব্লক দূরে, ওয়েস্ট মেপোল অ্যাভিনিউতে ভোর ৪টা ৩৭ মিনিটে ১৮ বছর বয়সী এক কিশোরকে পিঠে গুলি করা হয়। পরে স্ট্রোগার হাসপাতালে তার মৃত্যু হয়। গুলির ঘটনায় ১৮ বছর বয়সী অপর এক কিশোর আহত হয়েছেন।

পুলিশ কর্মকর্তারা বলছেন, তর্ক-বিতর্কের জেরে গাড়ি থেকে ঐ দুই কিশোরকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

নর্থ লা ক্রস অ্যাভিনিউতে বন্দুক হামলার এক ঘণ্টা আগে নর্থ ল্যামন অ্যাভিনিউতে প্রায় এক ব্লক দূরে গুলি চালানোর খবর পায় পুলিশ। ঘটনাস্থল থেকে ২০ বছর বয়সী এক নারীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন পুলিশ কর্মকর্তারা।

আহত নারীকে মাউন্ট সিনাই হসপিটালে নেয়া হয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। এ ঘটনার সাথে জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

গুলি চালানোর ঘটনাগুলো একটি অপরটির সাথে যুক্ত কিনা সে বিষয়ে এখনও পুলিশ কোন মন্তব্য করেনি। পুলিশ জানিয়েছে হামলাগুলোর কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে।