ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেইস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) পক্ষ থেকে জানানো হয়, হেলিকপ্টারটি রোববার ঘণ্টায় ১৪.৫ মাইল বেগে মঙ্গলের আকাশে উড়েছে। এর আগের রেকর্ড ছিল ঘণ্টায় ১৩.৪ মাইল।
একইসঙ্গে এটি সর্বোচ্চ ৫২.৫ ফুট উচ্চতায় উড়তে পেরেছে, যা আগে ছিল ৪৬ ফুট।
নাসার তথ্য অনুযায়ী, ইনযেনুইটি ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ৪৯ বার উড়েছে।
হেলিকপ্টারটি মঙ্গল গ্রহে পাঠানো হয় নাসার পার্সিভিয়ারেন্স রোভারের মাধ্যমে। গত দুই বছরে, এটি দিয়ে একাধিক পরীক্ষা চালানো হয়েছে। এসব পরীক্ষার মাধ্যমে ভবিষ্যতে রোভার ও এরিয়েল এক্সপ্লোরারের একসঙ্গে কাজ করার সম্ভাব্যতা যাচাই করছে নাসা।
ইনযেনুইটি প্রকল্পের টিম লিডার টেডি যানেটোস বলেন, ‘ইনযেনুইটির কাজ করার ক্ষমতা অবিশ্বাস্য। এটি ভবিষ্যতের অত্যাধুনিক হেলিকপ্টার ডিযাইনের ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে।’