শিকাগো ও সেন্ট লুইসে গুলিতে নিহত ২

টিবিএন ডেস্ক

জুন ১৮ ২০২৩, ১৪:১২

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • 0

ইলিনয়ের শিকাগোতে একটি পার্কিং লটে গুলিতে একজন নিহত হয়েছেন। অন্যদিকে মিযৌরির সেন্ট লুইসে একটি ভবনে গুলির ঘটনায় এক কিশোর নিহত এবং নয় জন আহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, শিকাগো থেকে প্রায় ২০ মাইল দক্ষিণ-পশ্চিমে উইলোব্রুকের স্ট্রিপ মলে শনিবার মধ্যরাতে গুলির ঘটনা ঘটে।

ডুপেজ কাউন্টি শেরিফ অফিসের ডেপুটি চিফ এরিক সোয়ানসন বলেন, ‘কমপক্ষে ২০ জন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত হয়েছেন একজন। এ ঘটনার কারণ স্পষ্ট নয়।... ঘটনাস্থল থেকে আমরা কয়েকজনকে উদ্ধার করেছি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

অন্যদিকে, রাতে মিযৌরির সেন্ট লুইসে একটি ভবনে গুলির ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন নয় জন।

সেন্ট লুইস মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানিয়েছে, শনিবার রাত ১টা ৪৫ মিনিটের দিকে এ গুলির ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় ও গুলিতে আহতদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুটি ঘটনার তদন্ত চলছে।


0 মন্তব্য

মন্তব্য করুন